পঞ্চায়েতিরাজমন্ত্রক
ত্রিপুরা, মিজোরাম এবং হরিয়ানার জন্য ১৫তম অর্থ কমিশনের অনুদান মঞ্জুর
Posted On:
05 NOV 2024 9:36AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ নভেম্বর, ২০২৪
২০২৪-২৫ অর্থবর্ষে ত্রিপুরা, মিজোরাম ও হরিয়ানা গ্রামীণ স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলির জন্য পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার।
ত্রিপুরায় গ্রামীণ স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলির জন্য প্রথম কিস্তিতে ৩১.৪০ কোটি টাকা নিয়ন্ত্রণ-মুক্ত অনুদান এবং ৪৭.১০ কোটি টাকা নিয়ন্ত্রিত অনুদান বরাদ্দ করা হয়েছে। এই অনুদান ১,২৬০টি গ্রামীণ স্থানীয় প্রশাসনিক সংস্থার জন্য বরাদ্দ করা হয়েছে।
এছাড়া, হরিয়ানার জন্য প্রথম কিস্তিতে ১৯৪.৮৬৭ কোটি টাকা নিয়ন্ত্রণ-মুক্ত অনুদান বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে, মিজোরামের জন্য ২০২২-২৩ অর্থবর্ষে দ্বিতীয় কিস্তিতে ১৪.২০ কোটি টাকা নিয়ন্ত্রণ-মুক্ত এবং ২১.৩০ কোটি টাকা নিয়ন্ত্রিত অনুদান বরাদ্দ করা হয়েছে।
পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং জল শক্তি মন্ত্রক (পানীয় জল ও স্যানিটেশন দপ্তর)-এর মাধ্যমে গ্রামীণ স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলির জন্য পঞ্চদশতম অর্থ কমিশনের অনুদানে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করে থাকে ভারত সরকার এবং এরপর এই অর্থ মঞ্জুর করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
PG/MP/SB
(Release ID: 2070848)
Visitor Counter : 28