জলশক্তি মন্ত্রক
হরিদ্বারে গঙ্গা উৎসব, ২০২৪-এর উদ্বোধনে গঙ্গা সংরক্ষণে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার কথা তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল
Posted On:
04 NOV 2024 8:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ নভেম্বর, ২০২৪
হরিদ্বারের চণ্ডীঘাটে আজ কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী সি আর পাতিল গঙ্গা উৎসব, ২০২৪-এর উদ্বোধন করেন। দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রাজভূষণ চৌধুরি, উত্তরাখণ্ডের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শ্রীমতী রেখা আর্য এবং জল শক্তি মন্ত্রকের সচিব শ্রীমতী দেবশ্রী মুখার্জি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গঙ্গাকে জাতীয় নদী ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার পক্ষ থেকে গঙ্গা উৎসব, ২০২৪-এর আয়োজন করা হয়েছে। গঙ্গা নদীর সংরক্ষণ এবং গঙ্গার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্বের ওপর আলোকপাত করে পরিচ্ছন্ন গঙ্গা নিয়ে সার্বিক সচেতনতা গড়ে তুলতে এই উৎসবের আয়োজন করা হয়। এবার অষ্টম পর্বে এই উদযাপন অনুষ্ঠান গঙ্গা অববাহিকায় ১৩৯টি জেলাজুড়ে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী সি আর পাতিল গঙ্গাকে ঘিরে প্রধানমন্ত্রীর বার্তা তুলে ধরে বলেন, গঙ্গা মাতৃজ্ঞানে পূজিত হন এবং দেশের ৬০ কোটি মানুষ এই নদী দ্বারা উপকৃত। তিনি বলেন, গঙ্গাকে ঘিরে সচেতনতা গড়ে তোলা এবং মা গঙ্গার সংরক্ষণে জন-অংশগ্রহণের পথ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে জল সঞ্চয় জন-ভাগীদারি বৃহত্তর জনসমর্থন লাভ করেছে। জল সঞ্চয়ের লক্ষ্যে বিভিন্ন রাজ্যজুড়ে বৃষ্টির জল ধরে রাখার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। মা গঙ্গার সংরক্ষণে জনসমর্থন এক সর্বাত্মক উদ্যোগ হওয়া দরকার বলে জানান তিনি।
‘গঙ্গা সংবাদ’ শিরোনামে উৎসবে উপস্থিত আধ্যাত্মিক নেতা ও গুরুদের সঙ্গে শ্রী পাতিল আলোচনা করেন। এরপর তিনি মহিলাদের জন্য গঙ্গায় রিভার রাফটিং অভিযানের সূচনা করেন। ৫০ দিনব্যাপী এই অভিযান গঙ্গা অববাহিকায় ৯টি বৃহৎ নগর এবং শহর হয়ে গঙ্গাসাগরে গিয়ে শেষ হবে। অনুষ্ঠানে তিনি বিএসএফ-এর রিভার রাফটিং দলকেও সম্মানিত করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজভূষণ চৌধুরি বলেন যে গঙ্গা সংরক্ষণের দিকে তাকিয়ে এই গঙ্গা উৎসবের গুরুত্ব অপরিসীম। মা গঙ্গা আমাদের সবাইকে একসূত্রে বেঁধেছে জানিয়ে তিনি বলেন যে পরিচ্ছন্ন গঙ্গা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ চলছে। বিহারে ‘নমামি গঙ্গে’ উদ্যোগে ৭,১৪৪ কোটি টাকা দেওয়া হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি মা গঙ্গার সংরক্ষণে ভিডিও বার্তার মাধ্যমে তাঁর বক্তব্য জানান। কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রী গঙ্গা উৎসব, ২০২৪-এর অঙ্গ হিসেবে ন্যাশনাল বুক ট্রাস্টের একটি বাসের যাত্রার সূচনা করেন যেটি ‘যুগে যুগে গঙ্গা : একটি সাহিত্য আলেখ্য’ নামে ‘গঙ্গা পুস্তক পরিক্রমা’ করবে।
এই উৎসবকে ঘিরে ‘ঘাট পর হাট’ নামে বাজারও বসছে যাতে নমামি গঙ্গে উদ্যোগের বিভিন্ন দিককে নানা স্টলে তুলে ধরা হচ্ছে।
কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রী এবং অন্য অভ্যাগতরা হরিদ্বারে গঙ্গা আরতিতেও অংশ নেন।
PG/AB/DM
(Release ID: 2070845)
Visitor Counter : 20