কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

পেনশন ও পেনশনার্স কল্যাণ দপ্তর ১-৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত দেশজুড়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রচার ৩.০ চালাবে

Posted On: 01 NOV 2024 9:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ নভেম্বর, ২০২৪

 

পেনশন ও পেনশনার্স কল্যাণ দপ্তর ১ থেকে ৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত দেশজুড়ে তৃতীয় পর্বের ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রচার চালাবে। দেশের ৮০০টি শহর / জেলায় এই প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

পেনশন ডিসবার্সিং ব্যাঙ্কস, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক, পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস, সিজিডিএ, টেলিযোগাযোগ দপ্তর, রেল, ইউআইডিএআই এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সঙ্গে মিলিতভাবে এই প্রচারাভিযান চালানো হচ্ছে। এর লক্ষ্য হল, দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত পেনশনারদের কাছে পৌঁছনো।

এই প্রচারে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং ইউআইডিএআই। এই প্রচারাভিযানে পেনশনারদের মুখাবয়ব যাচাই করা হচ্ছে। 

অডিও-ভিস্যুয়াল এবং মুদ্রণ মাধ্যমে প্রচারের ক্ষেত্রে পুরোপুরি সহায়তা করছে দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিও এবং পিআইবি। ১ নভেম্বর, ২০২৪ তারিখে সন্ধের মধ্যে মোট ডিএলসি হয়েছে ১.৮১ লক্ষ। 

 

PG/MP/DM


(Release ID: 2070398) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi , Punjabi