প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ধেয়ে আসা ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় আইসিজি-র সতর্কতামূলক ব্যবস্থা

Posted On: 23 OCT 2024 2:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০২৪ 

 

২৪-২৫ অক্টোবর পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় দানার আছড়ে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অবস্থায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (আইসিজি)-র আঞ্চলিক (উত্তর-পূর্ব) কার্যালয়ের পক্ষ থেকে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

 আইসিজি পরিস্থিতির উপর নজর রাখছে এবং ঘূর্ণিঝড়ের ফলে উদ্ভূত যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। 
মৎস্যজীবী এবং নাবিকদের সুরক্ষায় জাহাজ, এয়ারক্র্যাফট্‌ রিমোট অপারেটিং স্টেশনগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেইসঙ্গে, নিয়মিতভাবে আবহাওয়ার গতিপ্রকৃতিও জানাতে বলা হয়েছে। ইতিমধ্যে মাছ ধরার সমস্ত জাহাজকে নিরাপদ জায়গায় ফিরে আসতে বলা হয়েছে। 


দুর্যোগ না কাটা পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বসবাসরত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনীয় সহায়তা, ত্রাণ ও উদ্ধারকার্যের জন্য বিপর্যয় ত্রাণ টিমকে প্রস্তুত রেখেছে আইসিজি।

 

PG/MP/SB




(Release ID: 2067705) Visitor Counter : 8