মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

২৬৪২ কোটি টাকার বারাণসী-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার, গঙ্গার ওপর তৈরি হবে নতুন রেল-সড়ক সেতু

Posted On: 16 OCT 2024 3:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬  অক্টোবর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২৬৪২ কোটি টাকার বারাণসী-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। প্রকল্পটি রূপায়িত হবে উত্তরপ্রদেশের বারাণসী এবং চান্দৌলি জেলায়। এর ফলে ব্যস্ত ওই রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনে গতি আসবে। ওই অঞ্চলে রেলের পণ্য পরিবহনের ক্ষমতা প্রতি বছর ২৭.৮৩ মেট্রিকটন বাড়বে। গঙ্গার ওপর গড়ে উঠবে একটি নতুন রেল-সড়ক সেতু। 

পিএম-গতি শক্তি জাতীয় মহা পরিকল্পনার আওতায় সংযোগ বৃদ্ধির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার সঙ্গে এই প্রকল্প সামঞ্জ্যপূর্ণ। প্রকল্পটির সুবাদে ভারতে রেলপথের দৈর্ঘ্য বাড়বে প্রায় ৩০ কিলোমিটার। সৃষ্টি হবে ১০ লক্ষ শ্রম দিবসের।

ভারতীয় রেলের পরিবেশ বান্ধব উদ্যোগের বিষয়টিও এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে প্রাধান্য পাবে। 

 

PG/AC/NS



(Release ID: 2065487) Visitor Counter : 26