সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

সাইন ল্যাঙ্গুয়েজ দিবস : বধির সম্প্রদায়ের অধিকারের প্রসার

Posted On: 29 SEP 2024 3:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর ২০২৪

 

প্রতি বছর ২৩ সেপ্টেম্বরকে সাইন ল্যাঙ্গুয়েজের আন্তর্জাতিক দিবস হিসেবে উদযাপন করা হয়। বিশ্বজুড়ে বধির সম্প্রদায়ের অধিকার এবং তাঁদের পরিচিতি সম্প্রসারণে সাইন ল্যাঙ্গুয়েজ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, এই দিবস পালনের মধ্য দিয়ে তার উদযাপন করা হয়ে থাকে। ২০১৭-র রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, বধির ব্যক্তিদের মানসিক বৃদ্ধি এবং তাঁদের গুণগত শিক্ষার ক্ষেত্রে তাঁরা যাতে সাইন ল্যাঙ্গুয়েজের সুবিধা নিতে পারেন, সেই অধিকারকে সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কেবলমাত্র ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকেই তুলে ধরে তাই নয়, বিশ্বজুড়ে ৭ কোটিরও বেশি বধির মানুষকে তাঁদের অধিকারের স্বীকৃতি তার মধ্য দিয়ে দেওয়া হয়ে থাকে। এই ৭ কোটি মানুষের ৮০ শতাংশই বাস করেন উন্নয়নশীল দেশে এবং ৩০০-রও বেশি সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবহার করে থাকেন তাঁরা। ভারতে এই দিনটি ‘সাইন ল্যাঙ্গুয়েজ দিবস’ হিসেবে উদযাপন করা হয়ে থাকে। 

ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ হিন্দি, ইংরেজি এবং অন্য কথ্য ভাষার অনুরূপ নয়। এর একটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যা কোন কথ্য ভাষা দিয়ে বোঝানো যায় না। ২০২৪-এর ২৩ সেপ্টেম্বর সাইন ল্যাঙ্গুয়েজ দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা। অন্যভাবে সক্ষম মানুষদের ক্ষমতায়ন সংক্রান্ত দপ্তরের অধীন ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র (আইএসএলআরটিসি) এর আয়োজন করে। এ বছরের থিম হল – ‘সাইন আপ ফর সাইন ল্যাঙ্গুয়েজ রাইটস’।

বধির মানুষদের সাহায্যার্থে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভারতে বধিরদের ক্ষমতায়ন সংক্রান্ত দপ্তর ডিইপিডব্লিউডি মুক ও বধির ছাত্রছাত্রী সহ বিশেষভাবে সক্ষম মানুষদের জীবনধারণের মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছে। প্রধান উদ্যোগগুলি হল – বিশেষভাবে সক্ষম মানুষদের সহায়ক যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা, বিশেষ করে শ্রবণে অক্ষম শিশুদের জন্য ককলিয়া-র প্রতিস্থাপনে শল্যচিকিৎসা; ভারতের পাঁচটি অঞ্চলে ইউজিসি অনুমোদিত বধিরদের কলেজগুলিকে আর্থিক সহায়তাদান যাতে করে বধির ছাত্রছাত্রীরা উন্নত শিক্ষা পেতে পারেন। এছাড়াও, মুম্বাইয়ে আলি যাবর জঙ্গ ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিজেবিলিটিজ এবং নতুন দিল্লির ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার – এই দুটি মূল প্রতিষ্ঠান সহ ২৫টি কম্পোজিট রিজিওনাল সেন্টার গড়ে তোলা হয়েছে এইসব মানুষদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, পুনর্বাসন এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কর্মসূচির অঙ্গ হিসেবে। এর পাশাপাশি, বিনামূল্যে ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষাদানে ডিপ্লোমা প্রদান এবং ১০,৫০০ শব্দবিশিষ্ট একটি সর্বাত্মক সাইন ল্যাঙ্গুয়েজ ডিকশেনারি গড়ে তোলার কাজে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

স্কুলশিক্ষা ও সাক্ষরতা দপ্তর দ্বারা সমগ্র শিক্ষা প্রকল্প চালু করা হয়েছে যাতে করে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদানে সর্বাত্মক সহায়তা দেওয়া হয়ে থাকে। এছাড়াও, বিশেষভাবে সক্ষম শিশুকন্যাদের ২০০ টাকা করে বৃত্তি দেওয়াও বিশেষভাবে উল্লেখযোগ্য। এইসব উদ্যোগের ফলে শিক্ষার মানচিত্রে বিশেষভাবে সক্ষম শিশুরা অন্তর্ভুক্ত হচ্ছে এবং তারা তাঁদের সফল হচ্ছে।

সমাজের সমস্ত স্তরে ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে এক সদর্থক চিন্তার বাতাবরণ গড়ে তোলাই সাইন ল্যাঙ্গুয়েজ দিবসের উদ্দেশ্য।
তথ্যসূত্র :

•   http:// https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057961
•    https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057529
•    https://islrtc.nic.in/sign-language-day/#:~:text=In%20India%2C%20we%20call%20it,the%20same%20day%20in%201951.
•    https://sansad.in/getFile/loksabhaquestions/annex/1714/AU295.pdf?source=pqals#:~:text=(VIII)%20National%20Divyangjan%20Finance%20and,dumb%20persons%20throughout%20the%20country.
•    https://cdnbbsr.s3waas.gov.in/s3e58aea67b01fa747687f038dfde066f6/uploads/2023/11/20240814273556384.pdf
•    https://depwd.gov.in/sipda/
•    https://pmdaksh.depwd.gov.in/JobAggregator/Home•    https://pmdaksh.depwd.gov.in/JobAggregator/Home#:~:text=The%20Divyangjan%20Rozgar%20Setu%20is,PwDs%20and%20companies%20hiring%20PwDs.
•    https://www.swavlambancard.gov.in/
•    https://cdnbbsr.s3waas.gov.in/s3e58aea67b01fa747687f038dfde066f6/uploads/2023/12/20240129736501445.pdf
•    https://depwd.gov.in/national-handicapped-finance-and-development-corporation/
•    https://www.mea.gov.in/Images/pdf1/S7.pdf
•    https://dsel.education.gov.in/scheme/samagra-shiksha
• https://pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1546995#:~:text=The%20theme%20of%20International%20Day,Sunday%2C%20September%2030%2C%202018.
•    https://www.un.org/development/desa/disabilities/news/news/sign-languages.html#:~:text=2019%20Theme:%20Sign%20Language%20Rights,Language%20Rights%20for%20Deaf%20Refugees
•    https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1658273&reg=3&lang=1
•    https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861555#:~:text=Press%20Release:Press%20Information%20Bureau
•    https://www.nios.ac.in/media/documents/230-ISL/Ch-1.pdf

 

PG/AB/DM.


(Release ID: 2060498) Visitor Counter : 50