পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
“পে-রোল রিপোর্টিং ইন ইন্ডিয়া: অ্যান এমপ্লয়মেন্ট পার্সপেক্টিভ – জুলাই ২০২৪” প্রকাশ
Posted On:
25 SEP 2024 4:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে কর্মীদের সম্পর্কে পরিসংখ্যান প্রকাশ করে চলেছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক। কর্মচারী ভবিষ্যনিধি (ইপিএফ) প্রকল্প, কর্মচারী রাজ্য বিমা (ইএসআই) প্রকল্প এবং জাতীয় পেনশন প্রকল্প (এনপিএস)-এর ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হচ্ছে।
পুরো রিপোর্ট পাওয়া যাবে - Payroll Reporting in India-An Employment Perspective - July, 2024 240924-1.pdf (http://mospi.gov.in) – এ।
১) কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্প : জুলাই ২০২৪-এ নতুন ইপিএফ গ্রাহকের সংখ্যা ১০,৫২,১৪৩। ২০২৪-এর জুন মাসে এই সংখ্যা ছিল ১০,৫৬,৮৬৭।
২) কর্মচারী রাজ্য বিমা প্রকল্প : জুলাই ২০২৪-এ ইএসআই প্রকল্পে নতুন নথিভুক্ত কর্মচারীর সংখ্যা ছিল ১৬,৬১,৮৩৬। জুন মাসে এই সংখ্যা ১৬,৩৩,৮৪৮।
৩) জাতীয় পেনশন প্রকল্প : জুলাই ২০২৪-এ নতুন এনপিএস গ্রাহকের সংখ্যা ছিল ৬২,৮৮০। জুন মাসে এই সংখ্যা ছিল ৬৪,৭৯৯।
PG/MP/SB
(Release ID: 2059457)
Visitor Counter : 24