শিল্পওবাণিজ্যমন্ত্রক
ওয়াশিংটন ডিসি-তে আইপিইএফ সাপ্লাই চেন কাউন্সিল ও ক্রাইসিস রেসপন্স নেটওর্য়াকের প্রথম মুখোমুখি বৈঠকে যোগ দিল ভারত
সেমিকন্ডাক্টরের জন্য ৩টি কর্মপরিকল্পনা দল গঠন; গুরুত্বপূর্ণ খনিজের ক্ষেত্রে ব্যাটারির ওপর মনোযোগ; সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা রক্ষায় রাসায়নিকের ব্যবহারে জোর
Posted On:
23 SEP 2024 6:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
ওয়াশিংটন ডিসি-তে গত ১২ সেপ্টেম্বর ভারত-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ফোরামের সাপ্লাই চেন কাউন্সিলের প্রথম মুখোমুখি বৈঠকে যোগ দিল ভারতীয় প্রতিনিধি দল। পরের দিন ১৩ সেপ্টেম্বর ক্রাইসিস রেসপন্স নেটওর্য়াকের বৈঠকেও ভারত যোগ দেয়। এই বৈঠকগুলির আগে সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতার সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে প্যানেলের বৈঠক অনুষ্ঠিত হয়।
সাপ্লাই চেন কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করে মার্কিন যুক্তরাষ্ট্র। উপ-পৌরোহিত্য করে ভারত। বৈঠকে সারা বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সেমিকন্ডাক্টর, ব্যাটারির ওপর জোর দিয়ে গুরুত্বপূর্ণ খনিজ এবং রাসায়নিকের ওপর ৩টি কর্মপরিকল্পনা দল গঠন করা হয়েছে।
অংশগ্রহণকারী দেশগুলি স্বাস্থ্য পরিচর্যা ক্ষেত্রে আরও একটি কর্মপরিকল্পনা দল গঠন করতে নীতিগতভাবে সম্মত হয়েছে।
কোভিড ১৯ অতিমারীর পর সরবরাহ শৃঙ্খলে যে ব্যাঘাত ঘটেছে তার মোকাবিলায় এই কর্ম পরিকল্পনা দল গঠন অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
দূষণমুক্ত জ্বালানী, ইলেক্ট্রনিক্স, প্রতিরক্ষা, পরিবহণ, টেলি যোগাযোগ, সার, ওষুধের মতো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজগুলির সুনির্দিষ্ট ব্যবহার অপরিহার্য। বিশ্ব বাজারে এর দামের ওঠা-নামা এবং অনিশ্চয়তা সরবরাহের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারে।
এছাড়া লজিস্টিক্স ও পণ্য চলাচল সংক্রান্ত দুটি সাব কমিটি গঠন করা হয়েছে।
ক্রাইসিস রেসপন্স নেটওয়ার্কের নেতৃত্বে পৌরোহিত্য করে কোরিয়া। এখানে একটি জরুরি সিমুলেশন অনুশীলন করা হয়।
সরবরাহ শৃঙ্খল স্থিতিস্থাপকাতা চুক্তি চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এরফলে অংশীদার দেশগুলির মধ্যে সরবরাহ শৃঙ্খল আরও মজবুত হবে। এই চুক্তির আওতায় সাপ্লাই চেন কাউন্সিল, ক্রাইসিস রেসপন্স নেটওয়ার্ক এবং লেবার রাইটস অ্যাডভাইজারি বোর্ড নামে ৩টি প্রাতিষ্ঠানিক সংগঠন গড়ে তোলা হয়েছে।
সাপ্লাই চেন কাউন্সিলের পরবর্তী বৈঠক হবে চলতি বছরের ডিসেম্বর মাসে।
PG/SD/NS…
(Release ID: 2058421)
Visitor Counter : 35