পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে সামিট অফ দ্য ফিউচার সাইড ইভেন্টে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সচিবের উদ্বোধনী ভাষণ

Posted On: 21 SEP 2024 5:24PM by PIB Kolkata

নয়াদিল্লি,২১  সেপ্টেম্বর, ২০২৪

 

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সচিব শ্রীমতী লীনা নন্দন আজ রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে সামিট অফ দ্য ফিউচার সাইড ইভেন্টে ভাষণ দেন। সেখানে তিনি তরুণদের ক্ষমতায়নের ওপর জোর দেন। তার ভাষণের সময় লাইফ স্টাইল ফর এনভাইরনমেন্ট-এর ওপর ২ মিনিটের একটি ভিডিও দেখানো হয়। 


শ্রীমতী লীনা নন্দন বলেন, ২০২২ সালের অক্টোবরে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেস-এর উপস্থিতিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী মিশন লাইফের সূচনা করেছিলেন। তিনি বলেন, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে দেশ এবং বিশ্বজুড়ে মিশন লাইফ রূপায়িত করা হচ্ছে। 

তিনি আরও বলেন, মিশন লাইফ পরিবেশ এবং আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনেছে। তিনি ব্যাখ্যা করে বলেন, আমাদের জনসংখ্যার প্রায় ২৮ শতাংশ তরুণ, যাদের সবুজ অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। 


ভারতের নতুন শিক্ষা নীতির প্রসঙ্গ টেনে শ্রীমতী লীনা নন্দন জানান,  পরিবেশ-সম্পর্কিত চাকরির চাহিদা ক্রমশ বাড়ছে। ২০৪৭ সালের মধ্যে ভারতে পরিবেশ বান্ধব শক্তির ক্ষেত্রে ৩ থেকে সাড়ে ৩ কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশমুখী চাকরির সংস্থানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এবং গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্সের লক্ষ্যের কথা তুলে ধরেন তিনি।


 মিশন লাইফের প্রতি প্রধানমন্ত্রী মোদীর বিশেষ দৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, ৫ জুন এবং ১৭ সেপ্টেম্বরের মধ্যে ভারতে ৭৫ কোটির বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। 

 

PG/MP/NS


(Release ID: 2057491)
Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu