মানবসম্পদবিকাশমন্ত্রক
তামাক-মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশিকা ও ম্যানুয়াল কার্যকর করতে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে শিক্ষা মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যৌথ অ্যাডভাইসরি
Posted On:
21 SEP 2024 5:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২৪
তরুণদের মধ্যে তামাকের প্রবণতা রুখতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে যৌথ নির্দেশিকা পাঠিয়েছে। মুখ্য সচিবদের কাছে পাঠানো ওই অ্যাডভাইসরিতে তামাক-মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানুয়াল কঠোরভাবে কার্যকর করতে বলা হয়েছে।
বিদ্যালয় শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিবদের সই করা এই যৌথ নির্দেশিকায় তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করা হয়েছে।
২০১৯-এর গ্লোবাল ইয়ুথ টোবাকো সমীক্ষা অনুযায়ী, ভারতে ১৩-১৫ বছর বয়সী ৮.৫ শতাংশ স্কুল পড়ুয়া নানাভাবে তামাক সেবন করে থাকে। সাড়ে ৫ হাজারের বেশি শিশুর দিন শুরু হয় তামাক সেবন করে। ২০ বছর বয়সে পৌঁছনোর আগেই ৫৫ শতাংশ তরুণের মধ্যে তামাক সেবনের অভ্যাস গড়ে ওঠে।
এই অ্যাডভাইসরিতে তামাকের আসক্তির বিরুদ্ধে তরুণদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সম্মিলিত প্রয়াসের ওপর জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের ম্যানুয়ালে তামাকের দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্কুল পড়ুয়া, শিক্ষক, কর্মচারী এবং অন্যান্যদের মধ্যে আরও সচেতনতা গড়ে তোলার কথা বলা হয়েছে। তামাকের আসক্তি থেকে শিশু এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে শিক্ষা মন্ত্রক এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক রাজ্য ও জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।
কেন্দ্রের ম্যানুয়াল সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন https://dsel.education.gov.in/sites/default/files/update/im_tofel.pdf।
কেন্দ্রের গাইডলাইন সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন https://ntcp.mohfw.gov.in/assets/document/TEFI-Guidelines.pdf।
PG/MP/NS
(Release ID: 2057490)
Visitor Counter : 41