আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

স্বচ্ছতার জন্য লক্ষ্য পূরণের ইউনিটগুলি গ্রহণ করতে কেন্দ্রীয় সরকারি রাষ্ট্রায়ত্ত উদ্যোগগুলি এগিয়ে এসেছে

Posted On: 19 SEP 2024 9:54AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ 

 

উপ-রাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় স্তরে স্বচ্ছতা হি সেবা ২০২৪ প্রচারাভিযান শুরু করার পর আবাস ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী এম এল খট্টর স্বচ্ছতার লক্ষ্য পূরণের জন্য নির্দিষ্ট ক্ষেত্রগুলি চিহ্নিতকরণে আলোচনা শুরু করেছে। 
দেশের সর্বস্তরের নাগরিক, রাজ্য সরকার, কেন্দ্রীয় মন্ত্রক, স্বেচ্ছাসেবী সংস্থা এবং আধা-সরকারি প্রতিষ্ঠানগুলি স্বচ্ছতার কাজে নিজেদের যুক্ত করেছে। যৌথ প্রয়াস পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যাপক পরিবর্তন এনেছে। কিছু কিছু এলাকায় মাত্র একদিনে আশ্চর্যজনকভাবে সদর্থক পরিবর্তন এসেছে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী এম এল খট্টর এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এতে অংশ নেন ৪৫টি সংস্থার প্রতিনিধিরা। স্বচ্ছতা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন সাফাই মিত্ররা। চলছে সুরক্ষা শিবির। স্বচ্ছ ভারত সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয়েছে। 
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী এম এল খট্টর বলেন, স্বচ্ছতা বিষয়ক কাজ কেবলমাত্র অভিযান চলাকালীন সময়ে নয়, ভবিষ্যতেও চালিয়ে যেতে হবে। বর্জ্য থেকে সম্পদ উদ্যোগকে কার্যকর করতে হবে। যথাযথভাবে বিভিন্ন স্থানের সৌন্দর্য্যায়ন করতে হবে। 
নিয়মিত তথ্য জানতে স্বচ্ছ ভারত মিশনের সরকারি ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নজর রাখুন –
ওয়েবসাইট : http://www.sbmurban.org | https://swachhbharatmission.ddws.gov.in/
ফেসবুক: Swachh Bharat Mission - Urban | Swachh Bharat Mission, India
টুইটার: @SwachhBharatGov |@swachhbharat
ইন্সটাগ্রাম: @sbmurbangov | @swachhbharatgrameen
ইউটিউব: Swachh Bharat Urban | Swachh Bharat Mission Grameen
লিঙ্কডিন: swachh-bharat-urban | Swachh Bharat Mission Grameen

 

PG/PM/SB



(Release ID: 2056767) Visitor Counter : 16