কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

ভারত আবার চাঁদের পথে : এবার চাঁদের মাটি ছুঁয়ে পৃথিবীতে ফিরে আসার পরিকল্পনা

চন্দ্রযান-৪ মিশনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 18 SEP 2024 3:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ চন্দ্রযান-৪ মিশনের অনুমোদন দেওয়া হয়েছে। এই মিশনের আওতায় ২০২৪ সালের মধ্যে চাঁদে গিয়ে সেখানকার নমুনা সংগ্রহ করে ফের পৃথিবীতে ফিরে আসার পরিকল্পনা রয়েছে। এর জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রযুক্তি সংগ্রহ করা হবে। 

অমৃতকালে ২০৩৫ সালের মধ্যে মহাকাশে ভারতীয় অন্তঃরীক্ষ স্টেশন স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এজন্য গগনযান ও চন্দ্রযান সংক্রান্ত একাধিক মিশনের আয়োজন করা হবে। মহাকাশ পরিবহন ও এসংক্রান্ত পরিকাঠামো উন্নত করার উপরেও জোর দেওয়া হচ্ছে।

ইসরো-কে মহাকাশযান তৈরি ও উৎক্ষেপণের দায়িত্ব দেওয়া হয়েছে। ইসরোর মাধ্যমেই এই মিশন পরিচালনা করা হবে। ৩৬ মাসের মধ্যে এই মিশন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে শিল্পমহল ও শিক্ষামহলের সহযোগিতা চাওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ সব প্রযুক্তি দেশীয়ভাবে তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে বিপুল কর্মসংস্থানের সুযোগ দৃষ্টি হবে এবং অর্থনীতির অন্যান্য অংশেও এর প্রভাব পড়বে বলে আশাকরা যায়।

চন্দ্রযান-৪ মিশনের জন্য মোট ২১০৪.০৬ কোটি টাকার প্রয়োজন। 

এই মিশন ভারতকে গুরুত্বপূর্ণ ভিত্তিমূলক প্রযুক্তিতে স্বনির্ভর করে তুলবে। এর সুবাদে চাঁদের নমুনার বৈজ্ঞানিক বিশ্লেষণ করা সম্ভব হবে।


PG/SD/SKD



(Release ID: 2056452) Visitor Counter : 40