দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ফ্রান্সে ওয়ার্ল্ড স্কিলস লিয়ঁ ২০২৪-এ দারুণ ফল করেছে: জিতেছে ১৬টি পদক এবং উৎকর্ষের ফলক

Posted On: 16 SEP 2024 4:27PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৬  সেপ্টেম্বর, ২০২৪

 

ভারত ফ্রান্সের লিয়ঁতে ওয়ার্ল্ড স্কিলস ২০২৪-এর আন্তর্জাতিক মঞ্চে উল্লেখযোগ্য ছাপ ফেললো। পাতিসেরি এবং কনফেকশনারিতে জিতল ৪টি গৌরবময় ব্রোঞ্জ পদক। এছাড়া ভারতের প্রতিনিধি দল পেয়েছে ১২টি উৎকর্ষ ফলক। এই সাফল্য বিভিন্ন বাণিজ্যে ব্যতিক্রমী দক্ষতা এবং ধারাবাহিক কৃতিত্বের প্রতীক। 

অশ্বিথা পুলিশ বেস্ট অফ নেশন পুরস্কারেও ভূষিত হয়েছেন। তিনি ছোটবেলা থেকেই টিভি দেখে মিষ্টি তৈরির নেশায় মেতেছিলেন। এরপর ক্রমাগত পরিশীলনে তাঁর দক্ষতা ক্রমশ বৃদ্ধি পায়। তেলেঙ্গানার ডঃ আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। প্রশিক্ষণ নিয়েছেন শেফ বিনেশ জনির কাছে। 

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে ৭০-টির বেশি দেশের ১৪০০-র বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ভারতের প্রতিনিধি দল ৫২টি বিভাগে অংশ নিয়েছিল। এদের মধ্যে অনেকেই এই প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করলেন। স্বভাবতই সাফল্যে উচ্ছ্বসিত এই তরুণ প্রতিযোগীরা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন তাঁদের প্রশিক্ষকদের। 

দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “লিয়ঁতে তাঁদের যাত্রার সাক্ষী থাকতে পেরে আমি বলতে পারি যে, এতো প্রবল চাপের মধ্যে এই স্তরে প্রতিদ্বন্দ্বিতা করা খুব সহজ নয়। প্রযুক্তিগত নৈপুণ্য, সুচারু রূপে নির্মাণ এবং মনোযোগ যা প্রয়োজন ছিল তা একটি দীর্ঘস্থায়ী ছাপ ফেলে গেল। আমি আন্তরিকভাবে টিম ইন্ডিয়াকে ওয়ার্ল্ড স্কিলস-এ ব্যতিক্রমী সাফল্যের জন্য অভিনন্দন জানাই। এটি আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। এই পদক বা ফলক জেতা শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য তাই নয়, এটি দক্ষতার ওপর দেশের ক্রমবর্ধমান গুরুত্ব দেওয়ার ফল। এই তরুণ প্রতিযোগীরা তাঁদের ব্যক্তিগত দক্ষতাই দেখিয়েছেন তা নয়, দক্ষতা তৈরি করতে আন্তর্জাতিক উৎকর্ষ অর্জনে ভারতের দায়বদ্ধতাকেও তাঁরা পুনস্থাপিত করেছেন। তাঁদের সাফল্য আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে যাতে বিশ্বমঞ্চে ভারতের উন্নয়নকে চালিত করতে ভবিষ্যতের প্রয়োজনীয় দক্ষতায় তরুণদের আরও বেশি করে সমৃদ্ধ করতে পারবো যা মাননীয় প্রধানমন্ত্রীর কুশল এবং বিকশিত ভারতের ভাবনার অনুসারী।”

 

PG/AP/NS…


(Release ID: 2055501) Visitor Counter : 40