প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর তুতিকোরিন আন্তর্জাতিক কন্টেনার টার্মিনালের উদ্বোধনে ভাষণ দিয়েছেন

Posted On: 16 SEP 2024 3:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬  সেপ্টেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও মাধ্যমে তুতিকোরিন আন্তর্জাতিক কন্টেনার টার্মিনালের উদ্বোধনে ভাষণ দিয়েছেন। ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে, আজকের দিনটি ভারতের উন্নত দেশ হওয়ার লক্ষ্যে যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। ভারতের সমুদ্র পরিকাঠামোয় নতুন তারকা হিসেবে নতুন তুতিকোরিন আন্তর্জাতিক কন্টেনার টার্মিনালকে আখ্যা দিয়েছেন তিনি। চিদামবরনার বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “৩০০ মিটারের বেশি লম্বা এবং ১৪ মিটারের গভীরতা সহ এই টার্মিনাল চিদামবরনার বন্দরের ক্ষমতা বৃদ্ধি করবে।” তিনি আরও বলেন যে, আশা করা হচ্ছে নতুন টার্মিনাল বন্দরের ফলে লজিস্টিক সংক্রান্ত খরচ কমাবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে। তিনি তামিলনাড়ুর মানুষকে অভিনন্দন জানান এবং ২ বছর আগের তাঁর সফরের সময় এই বন্দরে একাধিক প্রকল্পের সূচনার কথা স্মরণ করান। তিনি সন্তোষ প্রকাশ করেন এর দ্রুত নির্মাণে। তিনি বিশেষ করে উল্লেখ করেন যে, এই টার্মিনালের সবচেয়ে বড় সাফল্য এটির কর্মীদের ৪০%-ই মহিলা যা সমুদ্র ক্ষেত্রে মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রতীক। 

ভারতের অর্থনৈতিক উন্নয়নে তামিলনাডু় উপকূলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করে শ্রী মোদী বলেন, “৩টি বড় বন্দর এবং ১৭টি ছোট বন্দর নিয়ে তামিলনাড়ু সমুদ্র বাণিজ্যে একটি প্রধান তালুক হয়ে উঠেছে। চিদামবরনার বন্দর ভারতের সামুদ্রিক বাণিজ্যের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে। ভারত ৭০০০ কোটি টাকার ওপর লগ্নি করছে একটি আউটার হার্বার কন্টেনার টার্মিনাল তৈরি করতে।”

শ্রী মোদী ভারতের সমুদ্র ক্ষেত্রে আরও বড় লক্ষ্যের কথা সম্পর্কে বলেন যা পরিকাঠামো উন্নয়নের চেয়েও অনেক বেশি। তিনি বলেন, “ভারত বিশ্বকে দেখাচ্ছে দীর্ঘস্থায়ী এবং দূরদর্শী উন্নয়নের রাস্তা সম্পর্কে।” চিদামবরনার বন্দর গ্রিন হাইড্রোজেন তালুক হিসেবে এবং বায়ু চালিত বিদ্যুতের জন্য একটি মূল বন্দর হিসেবে স্বীকৃত হচ্ছে জানিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক সমস্যা মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

প্রধানমন্ত্রী এই টার্মিনালের উদ্বোধন একটি সামগ্রিক প্রয়াসের প্রতীক বলে উল্লেখ করে বলেন, “উন্নয়নের যাত্রায় ভারতের প্রধান শক্তি উদ্ভাবন এবং সংযোগ।” শ্রী মোদী বলেন যে, ভারত বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে নিজের স্থান আরও জোরালো করছে সড়ক, মহাসড়ক, জলপথ এবং উড়ানের দ্বারা খুব ভালোভাবে যোগাযোগ ব্যবস্থা তৈরি করার মাধ্যমে। প্রধানমন্ত্রী বলেন, “ভারত আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে একটি প্রধান পক্ষ হয়ে উঠছে এবং এই সক্ষমতাই আমাদের অর্থনৈতিক বৃদ্ধির ভিত্তি।” শ্রী মোদী ভাষণের শেষে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে, এই গতি ভারতকে শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তুলতে এগিয়ে নিয়ে যাবে এবং তামিলনাড়ু এই বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 


PG/AP/NS


(Release ID: 2055499) Visitor Counter : 41