রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি মিলাদ-উন-নবি’র প্রাক্কালে শুভেচ্ছা জানিয়েছেন

Posted On: 15 SEP 2024 6:15PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৫  সেপ্টেম্বর, ২০২৪

 

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মিলাদ-উন-নবি’র প্রাক্কালে তাঁর বার্তায় বলেছেন ;

“নবি মহম্মদের জন্মদিনটি মিলাদ-উন-নবি হিসেবে পালিত হয়, আমি সকল নাগরিককে বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।

পয়গম্বর মহম্মদ আমাদের প্রেম ও ভ্রাতৃত্বের অনুভবকে জোরদার করার প্রেরণা দেন। তিনি সমাজে সমতা এবং সম্প্রীতির গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। তিনি মানুষকে উৎসাহিত করেছিলেন অপরের প্রতি সহমর্মী হওয়ার এবং মানবতার সেবা করার জন্য। 

আসুন আমরা পবিত্র কোরানের অমূল্য বাণীগুলি গ্রহণ করি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের সংকল্প নিই।”

 

PG/AP/NS…


(Release ID: 2055419) Visitor Counter : 39