প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গুজরাটের দেহগ্রাম-এ সলিল সমাধিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর শোকপ্রকাশ

Posted On: 14 SEP 2024 2:26PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৪ সেপ্টেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের দেহগ্রাম-এ সলিল সমাধিতে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন ;

“গুজরাটের দেহগ্রাম তালুকে জলে ডুবে প্রাণহানির খবরে গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। বিদেহী আত্মার শান্তি হোক। 

ওঁ শান্তি।”


PG/SD/NS…


(Release ID: 2055076) Visitor Counter : 42