জাতীয় মানবাধিকার কমিশন
কর্মস্থল এবং সর্বসাধারণের ব্যবহৃত এলাকায় নারীদের সুরক্ষা নিয়ে এনএইচআর সি-র উদ্যোগে আয়োজিত জাতীয় আলোচনাচক্রে একগুচ্ছ পরামর্শ
Posted On:
09 SEP 2024 8:41PM by PIB Kolkata
নতুন দিল্লি ৯ সেপ্টেম্বর ২০২৪
কর্মস্থল এবং সর্বসাধারণের ব্যবহৃত এলাকায় নারীদের সুরক্ষা নিয়ে নতুন দিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) আয়োজিত জাতীয় আলোচনাচক্র আজ শেষ হয়েছে। মহিলাদের সুরক্ষা নিয়ে এই আলোচনা চক্রে একগুচ্ছ পরামর্শ এসেছে। এনএইচআরসি-র কার্যনির্বাহী চেয়ার পার্সন শ্রীমতী বিজয়া ভারতী সায়নী বলেন, দেশে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে বহু আইনি পদক্ষেপ গ্রহণ এবং নীতি প্রণয়ন করা হয়েছে। এ সত্ত্বেও কর্মস্থলে এবং প্রকাশ্য স্থানে তাঁরা নানা বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছেন, যেগুলির মোকাবিলায় সামগ্রিক দৃষ্টিভঙ্গীর প্রয়োজন।
তিনি বলেন, মহিলাদের ওপর যৌন নিপীড়ন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং এর মোকাবিলায় সম্মিলিত প্রয়াস চালানো প্রয়োজন। তিনি বর্তমানে যে সব আইন চালু রয়েছে, সেগুলির কঠোর প্রয়োগের ওপর জোর দেন।
আলোচনায় অংশ নিয়ে এনএইচআরসি-র মহাসচিব শ্রী ভরত লাল মহিলাদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, আজকের দুনিয়ায় নারীরা বেশি সংখ্যায় কাজে যোগ দিচ্ছেন এবং তাঁদের ওপর বেশ কিছু অপরাধ সংঘটিত হচ্ছে। মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষায় সমাজের ঐক্যবদ্ধ প্রয়াসের পক্ষে মত দেন তিনি।
এনএইচআরসি-র মহা নির্দেশক শ্রী অজয় ভাটনগর নারী ও পুরুষের সমান ক্ষমতার ওপর জোর দেন। সেই সঙ্গে এই ধরনের ঘটনার মোকাবিলায় সংবাদমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। সমাজে মহিলাদের সুরক্ষায় পুরুষ বিশেষত যুব সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা পালনের পক্ষেও সওয়াল করেন তিনি।
বিভিন্ন মন্ত্রক, জাতীয় কমিশনসমূহ এবং পুলিশের প্রতিনিধিরা কর্মস্থলে এবং অন্যত্র মহিলাদের সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, নির্ভয়া তহবিল, মিশন শক্তি, সেফ সিটি প্রকল্প, নজরদারি ক্যামেরা, স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি প্রভৃতি।
এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা কমিশনের সদস্য সচিব শ্রীমতী মীনাক্ষী নেগি, এনসিসিআর-এর সদস্য সচিব শ্রী রূপালি ব্যানার্জি সিং, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের যু্গ্ম সচিব শ্রী প্রীতম যশবন্ত, দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (প্রশিক্ষণ) শ্রীমতী ছায়া শর্মা, দিল্লি মেট্রো রেলের জেনারেল ম্যানেজার (এইচআর) শ্রীমতী জয়শ্রী শর্মা, দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রীতু গুপ্ত প্রমুখ।
PG/MP/CS…
(Release ID: 2053390)
Visitor Counter : 77