কৃষিমন্ত্রক

ভোজ্য তেলে দেশকে সাবলম্বী করে তোলার লক্ষ্যে পাম চাষের ওপর গুরুত্ব

এসম্পর্কিত জাতীয় কর্মসূচির আওতায় বৃক্ষ রোপন অভিযানে ব্যাপক সাড়া দেশের কৃষিজীবী মহলে

Posted On: 07 SEP 2024 2:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ সেপ্টেম্বর ২০২৪

 

পাম তেল উৎপাদনের লক্ষ্যে যে বৃহৎ কর্মসূচি ও অভিযানের আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে দেশের ১২ হাজার হেক্টর জমিতে ১৭ লক্ষর মতো পাম গাছের চারা রোপন করা হয়েছে। এর ফলে উপকৃত হবেন দেশের ১৫টি রাজ্যের ১০ হাজারেরও বেশি কৃষিজীবী মানুষ। ভোজ্য পাম তেল সম্পর্কিত জাতীয় কর্মসূচির আওতায় এই অভিযান চালানো হয়েছে। 

আশার কথা, এই অভিযান ইতিমধ্যেই এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করে ফেলেছে। এমাসের ১৫ তারিখ পর্যন্ত এই অভিযান চলবে। অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কর্ণাটক, কেরল, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় এই অভিযানকে ঘিরে কৃষিজীবীদের মধ্যে ব্যপক উৎসাহ লক্ষ্য করা গেছে। 

পাম তেল প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত বড় বড় শিল্প সংস্থার সঙ্গে সমন্বয়ক্রমে বিভিন্ন রাজ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানকে সফল করে তুলতে সচেতনতা মূলক কর্মশালা, বৃক্ষ রোপণ অভিযান এবং অন্যান্য উৎসাহব্যাঞ্জক কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ভোজ্য পাম তেল সম্পর্কিত জাতীয় কর্মসূচির কাজ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শুরু হয় ২০২১-এর আগস্ট মাসে। ভোজ্য তেলে দেশকে স্বনির্ভর করে তুলতে এবং ভোজ্য তেল আমদানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে বৃহৎ আয়তনে এই অভিযান শুরু করা হয়। ব্যাপক পাম চাষের আওতায় দেশের কৃষকদের আয় ও উপার্জন আরও বৃদ্ধি পাবে বলে সরকার মনে করে। 

 

PG/SKD/AS



(Release ID: 2053066) Visitor Counter : 9