বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
স্তন ক্যান্সারের চিকিৎসায় অ্যান্টিডিপ্রেসান্ট ওষুধ নতুন করে ব্যবহার করা যেতে পারে
Posted On:
02 SEP 2024 3:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ সেপ্টেম্বর, ২০২৪
স্তন ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ী সমাধানের জন্য অ্যান্টিডিপ্রেসান্ট ওষুধ নতুন করে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ব্যয়বহুল খরচ এবং ওষুধ পরীক্ষা-নিরীক্ষার সামগ্রিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজনীয়তার জন্য নতুন ও কার্যকর ক্যান্সার নিরোধক ওষুধ প্রস্তুত করা কঠিন হয়ে পড়েছে। বায়োমেডিকেল বিজ্ঞানীরা বর্তমানে ওষুধ আবিষ্কারের জন্য পুরনো ওষুধ নতুন করে ব্যবহার করছেন।
গুয়াহাটিতে ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএএসএসটি) – এর ডঃ আশিস বালা এবং তাঁর গবেষক দল ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আওতায় ক্যান্সার নিয়ন্ত্রণের জন্য ওষুধ প্রস্তুতের কাজে নিযুক্ত রয়েছেন।
সম্প্রতি ‘মেডিকেল অঙ্কলোজি’ জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে দেখা গেছে যে, বায়োমেডিকেল বিজ্ঞানীরা স্তন ক্যান্সার কোষে সেলেগিলিন মোনোমাইন অক্সিডেজ ইনহিবিটর নামে এক শ্রেণীর অ্যান্টিডিপ্রেসান্ট ওষুধকে স্তন ক্যান্সারের জন্য ক্যান্সার নিরোধক থেরাপিউটিক হিসেবে ব্যবহারের বিষয়টি দেখিয়েছেন। এই গবেষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে, পার্শ্বপ্রতিক্রিয়া ও অন্যান্য বিষয়ের প্রতি নজর রেখে এনিয়ে আরও গবেষণা প্রয়োজন।
প্রকাশনার লিঙ্কটি হ’ল - https://doi.org/10.1007/s12032-024-02451-0
PG/PM/SB
(Release ID: 2051428)