সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

এলজিবিটিকিউআই+ সম্প্রদায়ের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার

Posted On: 01 SEP 2024 6:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ সেপ্টেম্বর, ২০২৪ 

 

সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর এলজিবিটিকিউআই+ সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন নীতি ও উদ্যোগ সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে মতামত চেয়েছে। এই সম্প্রদায়ের উন্নয়নে সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
সুপ্রিম কোর্ট ১৭.১০.২০২৩ তারিখে রিটপিটিশন ১০১১/২০২২ – এর জবাবে তার নির্দেশে জানায়, এই সম্প্রদায়ের উন্নয়নে ক্যাবিনেট সচিবের পৌরহিত্যে কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করবে। গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ভারত সরকার ১৬.০৪.২০২৪ তারিখে এই কমিটি গঠন করে। কমিটিতে রয়েছেন – চেয়ারপার্সন পদে ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক – এর সচিবরা। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের সচিবও এই কমিটির সদস্য। এলজিবিটিকিউআই+ সম্প্রদায়ের স্বার্থে কেন্দ্র রাজ্য সরকারগুলির কাছ থেকে সুপারিশ গ্রহণ করবে এবং এর ভিত্তিতে পদক্ষেপ নেবে।
২১.০৫.২০২৪ তারিখে কমিটি বৈঠক করে এবং এলজিবিটিকিউআই+ সম্প্রদায়ের জনগণের রেশন কার্ড সহ অন্যান্য সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের সঙ্গীর নাম নমিনি হিসেবে রাখা, লিঙ্গ পরিচয় নিয়ে অযথা হেনস্থা – এই বিষয়গুলিও আলোচনায় উঠে আসে। 
৩১.০৫.২০২৪ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রকের স্বরাষ্ট্র সচিবের পৌরহিত্যে একটি উপ-কমিটি বৈঠক করে। তাঁদের সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য ও জনপরিষেবা, হিংসার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের মতো বিষয়গুলি নিয়ে এই কমিটি আলোচনা করে। এরপর, স্বরাষ্ট্র মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে এই সম্প্রদায়ের জনগণ যেন কোনোভাবেই হেনস্থার শিকার না হন, তা সুনিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেয়। 
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের একটি বৈঠক হয় ২৫.০৭.২০২৪ তারিখে। এতে এলজিবিটিকিউআই+ সম্প্রদায়ের প্রতিনিধি, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা যোগ দেন। 
ক্যাবিনেট সচিবের পৌরহিত্যে গঠিত কমিটির দ্বিতীয় বৈঠক হয় ২২.০৮.২০২৪ তারিখে। এলজিবিটিকিউআই+ সম্প্রদায়ের জনগণের উন্নয়নে বিভিন্ন মন্ত্রক ও বিভাগের গৃহীত পদক্ষেপগুলি খতিয়ে দেখা হয়। 
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এলজিবিটিকিউআই+ সম্প্রদায়ের উন্নয়নে জনগণের কাছ থেকে মতামত ও পরামর্শ চেয়েছে। 
:abhishek-upsc[at]gov[dot]in  এবং  mayank.b[at]gov[dot]in এই ঠিকানায় ই-মেল করে মতামত ও পরামর্শ পাঠানো যাবে। 


PG/PM/SB


(Release ID: 2051000) Visitor Counter : 39