নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav g20-india-2023

জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচন – হরিয়ানায় ভোটের দিন পরিবর্তন এবং জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় ভোটগণনার দিন বদল

Posted On: 31 AUG 2024 9:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ আগস্ট ২০২৪

 

জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় ১৬ আগস্ট ২০২৪-এ বিধানসভা ভোটের যে সূচি নির্বাচন কমিশন ঘোষণা করেছিল, তাতে জম্মু-কাশ্মীরে (তৃতীয় দফা) এবং হরিয়ানায় ভোটের দিন স্থির করা হয়েছিল ১ অক্টোবর, ২০২৪ (মঙ্গলবার)। নির্বাচন প্রক্রিয়া সমাপ্তির তারিখ ধার্য করা হয়েছিল ০৬.১০.২০২৪ (রবিবার) তারিখে। 

কিন্তু বিভিন্ন জাতীয় দল, রাজ্যের রাজনৈতিক দল এবং সারা ভারত বিষ্ণোই মহাসভা শতাব্দী প্রাচীন অ্যাসোজ অমাবস্যা উদযাপন উপলক্ষে ভোটের দিনক্ষণ বদলের দাবি জানায়। কারণ, এই উৎসবে হরিয়ানার বিষ্ণোই সম্প্রদায়ের অসংখ্য মানুষ অংশগ্রহণ করে থাকেন। ওই দিনে ভোট হলে এই সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। রাজনৈতিক দলগুলির আর্জি মেনে হরিয়ানার ভোট ১ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার)-এর পরিবর্তে ৫ অক্টোবর ২০২৪ (শনিবার) তারিখে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় ভোটগণনা হবে ০৮.১০.২০২৪ (মঙ্গলবার) তারিখে। 

জম্মু-কাশ্মীর এবং হরিয়ানায় নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে ১০.১০.২০২৪ (বৃহস্পতিবার) তারিখে। 

 

PG/MP/AS



(Release ID: 2050717) Visitor Counter : 102


Read this release in: English , Urdu , Hindi , Tamil