কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়"
azadi ka amrit mahotsav

অনুভব পুরস্কার—২০২৪: অভিজ্ঞতা থেকে শুরু করে দক্ষতাঃ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের সম্মান প্রদান

Anubhav Awards 2024

From Experience to Expertise: Honouring the Retiring Government Officials

Posted On: 29 AUG 2024 4:38PM by PIB Agartala

অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের অক্লান্ত অবদানকে স্বীকৃতি দেবার লক্ষ্যে সপ্তম অনুভব পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় ২৮ আগস্ট নয়াদিল্লির বিজ্ঞান ভবনে। এই অনুষ্ঠানটি উল্লেখযোগ্য দিক হলো, পুরস্কার প্রাপকদের মধ্যে সর্বাধিক ছিল মহিলারা, ৩৩%, এরমধ্যে দিয়ে প্রশাসনে মহিলাদের ক্রমবর্ধমান পালনের দিকটি স্পষ্ট হয়।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের অক্লান্ত অবদানকে তুলে ধরার এবং স্বীকৃতি দেওয়ার জন্য ২০১৫ সালের মার্চ মাসে 'অনুভব' পোর্টাল চালু করা হয়। এই উদ্ভাবনী প্রকল্পটি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের তাদের চাকরির সময়কালের প্রাপ্ত অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি নথিভুক্ত করতে উৎসাহ প্রদানকারী একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য হচ্ছে, জ্ঞান ও প্রজ্ঞার একটি সমৃদ্ধ ভাণ্ডার তৈরি করা, যা ভবিষ্যতের প্রশাসনিক সংস্কার এবং সুশাসন অনুশীলনের ভিত্তি হিসাবে কাজ করতে পারে। এটি বিভিন্ন সরকারি নীতির কার্যকারিতা বাড়ানোর জন্য তাদের অবদান সম্পর্কিত তথ্য জানাতেও সহায়তা করে।

অবসরপ্রাপ্ত  সরকারি কর্মচারীদের অভিজ্ঞতা শোনার জন্য, তাঁদেরকে অনুপ্রাণিত করতে ২০১৬ সালে ‘অনুভব পুরস্কার’ নামে একটি বার্ষিক পুরস্কার চালু করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে, পেনশন ও পেনশনার্স কল্যাণ বিভাগ 'অনুভব' নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছিল। এটি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য তাদের চাকরির সময়কালের উল্লেখযোগ্য সাফল্য প্রদর্শনের একটি মাধ্যম। অনুভব পোর্টালে ৯৮ টি মন্ত্রক/বিভাগ/সংস্থা নিবন্ধিত হয়েছে এবং ২০২৪ সালের ২৯ আগস্ট পর্যন্ত ১০,৮০৪টি লেখা প্রকাশিত হয়েছে।

এবারের অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অসামান্য অবদানকে স্বীকৃতি দিয়ে ৫টি অনুভব পুরস্কার এবং ১০টি জুরি শংসাপত্র প্রদান করা হয়েছে। এই বিভাগগুলির মধ্যে রয়েছে প্রশাসনিক কাজ, সুশাসন, গবেষণা, পদ্ধতির সরলীকরণ, হিসাব, ক্ষেত্র পর্যায়ে কাজের অবদান এবং কাজের উন্নতির জন্য গঠনমূলক মতামত। অনুভব পুরস্কার প্রাপকদের একটি পদক, একটি শংসাপত্র এবং ১০ হাজার টাকা প্রণোদনা দেওয়া হয়। আর জুরি শংসাপত্র সম্মাননাপ্রাপ্তদের একটি পদক এবং একটি শংসাপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ১৫ জন পুরস্কার বিজয়ীর পেশাগত সফলতার বিভিন্ন দিক তুলে ধরে পুস্তিকা প্রকাশ করা হয়। যা ভবিষ্যতের প্রশাসনিক উন্নতির জন্য মূল্যবান সিভিল সার্ভিসের অভিজ্ঞতাগুলিকে সংরক্ষণ করা ও ভাগ করে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০১৬ সালে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৯টি অনুভব পুরস্কার এবং ১৯ টি জুরি শংসাপত্র প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, জুরি শংসাপত্র প্রদান করা শুরু হয়েছে ২০২৩ সাল থেকে। স্বীকৃতির সুযোগকে আরও ব্যাপকতর করা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বৃহত্তর অংশগ্রহণকে উৎসাহিত করা, যাতে তাদের মূল্যবান অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি বৃহত্তর স্বীকৃতি পেতে পারে - এই উদ্দেশে তা করা হয়।

এর আগে ২০১৬, ২০১৭, ২০১৮, এবং ২০১৯ সালে অনুষ্ঠিত চারটি অনুভব পুরস্কার প্রদান অনুষ্ঠানে কর্মী, জন-অভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ৩৫ জনকে অনুভব পুরস্কার প্রদান করেন। পরে ২০২২ সালের ১৮ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে ১৫ জন পুরস্কারপ্রাপ্তকে (২০১৯-২০২০, ২০২০-২১ এবং ২০২১-২২ সালের জন্য প্রতি বছর ৫টি করে) অনুভব পুরস্কার প্রদান করেন। ২০২৩ সালের অনুষ্ঠানে  অংশগ্রহণ এবং ব্যাপ্তি বৃদ্ধির জন্য নতুন করে অনুভব পুরস্কারের পাশাপাশি 'জুরি শংসাপত্র' চালু করা হয়। গত বছর এরকম অনুষ্ঠানে ৪ জনকে অনুভব পুরস্কার এবং ৯ জনকে জুরি শংসাপত্র প্রদান করা হয়েছিল।

Click here to see in PDF: 

References:

***

SKC/ADK/KMD


(Release ID: 2050024) Visitor Counter : 44


Read this release in: English