বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
পার্কিনসন্স রোগ মোকাবিলায় ওষুধের ডোজ ঠিক করতে নতুন স্মার্ট সেন্সর তৈরি করা হয়েছে
Posted On:
27 AUG 2024 2:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ অগাস্ট, ২০২৪
বিজ্ঞানীরা ব্যয় সাশ্রয়ী এবং ব্যবহার-বান্ধব, সহজে বহনযোগ্য স্মার্টফোন-ভিত্তিক ফ্লুরোসেন্স টার্ন অন সেন্সর সিস্টেম তৈরি করেছেন, যা পার্কিনসন্স রোগ প্রতিরোধে সহায়তা করতে পারবে। এই সেন্সরটি শরীরের এল ডোপারের ঘনত্ব সঠিকভাবে শনাক্ত করতে সাহায্য করবে। ফলে, এই রোগের কার্যকর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সঠিক ডোজ নির্ধারণ সম্ভব হবে।
পার্কিনসন্স রোগটি নিউরন কোষের ক্ষয় চিহ্নিত করে। আমাদের শরীরের ডোপামিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস হয় এর ফলে। এলডোপা এমন একটি রাসায়নিক, যা আমাদের শরীরে ডোপামিনে রূপান্তরিত হয়, তাই এটি অ্যান্টি পার্কিনসন্স ওষুধ হিসেবে কাজ করে এবং ডোপামিনের ঘাটতিতে সাহায্য করে। শরীরে এলডোপা সঠিক পরিমাণে দেওয়া হলে রোগ নিয়ন্ত্রণে থাকে। এলডোপার উচ্চ মাত্রার ডোজ ব্যবহারে রোগীর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন – গ্যাস্ট্রাইটিস, সাইকোসিস, হাইপারটেনশন ইত্যাদি। কম ডোজের এলডোপা ব্যবহার হলে পার্কিনসন্সের লক্ষণগুলি দেখা দিতে পারে। তাই, এলডোপার যথাযথ পরিমাণে ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএএসটি) এলডোপার ন্যূনতম পরিমাণ দ্রুত শনাক্তকরণের জন্য ফ্লুরোসেন্স টার্ন অন মেকানিজম তৈরি করেছে। স্মার্টফোন-ভিত্তিক এই ব্যবস্থাটি ব্যয় সাশ্রয়ী ও সহজে ব্যবহার করা যায়।
রোগীর নমুনায় এলডোপার মাত্রা কম আছে কিনা, তা শনাক্ত করতে এই সেন্সরটি বিশেষ কার্যকর। পাশাপাশি, প্রয়োজনীয় ডোজ নির্ধারণ করতে সাহায্য করে এটি।
PG/PM/SB
(Release ID: 2049813)
Visitor Counter : 38