কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
সপ্তম অনুভব পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে
Posted On:
27 AUG 2024 3:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রীর নির্দেশে পেনশন এবং পেনশনার কল্যাণ দপ্তর (ডিওপিপিডব্লিউ) ‘অনুভব’ নামে একটি অনলাইন মঞ্চ চালু করেছে ২০১৫-র মার্চ থেকে। অবসর নিচ্ছেন এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের কর্মজীবনে উল্লেখযোগ্য কিছু সাফল্যের দিক তুলে ধরার এটি একটি মাধ্যম। এ পর্যন্ত ৫৪টি অনুভব পুরস্কার এবং ৯টি জুরি শংসাপত্র প্রদান করা হয়েছে। শুরুর পর থেকে এবার ডিওপিপিডব্লিউ সপ্তম অনুভব পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে। কর্মী সংক্রান্ত, জন-অভিযোগ এবং পেনশন দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ২৮ আগস্ট নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এই পুরস্কার এবং শংসাপত্র প্রদান করবেন।
যে পাঁচজন এবার অনুভব পুরস্কার পাচ্ছেন তাঁরা হলেন – ইউপিএসসি-র সচিব টি জেকব, নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব অদিতি দাস রাউত, ডিআরডিও-র কারিগরি আধিকারিক জি নানচারাম্মা, বিএসএফ-এর ডেপুটি কম্যান্ড্যান্ট রাজেশ কুমার পারিদা এবং রেল মন্ত্রকের জুনিয়র ইঞ্জিনিয়ার আপ্পান শ্রীধর।
১০জন অনুভব জুরি শংসাপত্র জয়ীরা হলেন – সিবিডিটি-র আয়কর বিভাগের চিফ কমিশনার সঞ্জীব শর্মা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের ডেপুটি চিফ লেবার কমিশনার শকুন্তলা পট্টনায়েক, ডিআরডিও-র কারিগরি আধিকারিক সুদেশ কুমার, সিবিডিটি-র আয়কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার কৃষ্ণ মোহন শাহী, সিআইএসএফ-এর ইন্সপেক্টর / মিনিস্টেরিয়াল এন দেসিঙ্গুরাজন, রেল মন্ত্রকের চিফ অফিস সুপার জি স্বর্ণলতা, সিআরপিএফ-এর সাব-ইন্সপেক্টর সুরেন্দর সিং এবং সিআরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর / নার্সিং অ্যাসিস্ট্যান্ট কনসোটিনা লাকরা।
এই ১৫ জন পুরস্কারপ্রাপকের ৩৩ শতাংশই মহিলা। ২০১৫ থেকে শুরু হওয়া এই অনুভব পুরস্কারে এবার মহিলাদের সংখ্যা সর্বাধিক। এর থেকেই বোঝা যায় যে প্রশাসনিক ক্ষেত্রে মহিলাদের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
অনুভব পুরস্কারে একটি মেডেল, একটি শংসাপত্র এবং ১০ হাজার টাকার অনুদান দেওয়া হয়। অনুভব জুরি শংসাপত্রের ক্ষেত্রে একটি মেডেল এবং শংসাপত্র দেওয়া হয়ে থাকে।
PG/AB/DM..
(Release ID: 2049230)
Visitor Counter : 63