মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
বিহারের বিহতায় আনুমানিক ১৪১৩ কোটি টাকা ব্যয়ে একটি নতুন টার্মিনাল ভবন নির্মাণের প্রস্তাবে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার
Posted On:
16 AUG 2024 8:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ আগস্ট, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে আজ বিহারের পাটনার বিহতায় ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের এক নতুন সিভিল এনক্লেভ গড়ে তোলার প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। এই প্রকল্পটি সম্পূর্ণ করতে ব্যয়ের মাত্রা দাঁড়াবে ১,৪১৩ কোটি টাকার মতো।
পাটনা বিমানবন্দরের ওপর অত্যধিক চাপ পড়ার ফলে পরিকাঠামোগত কিছু সমস্যা দেখা দেওয়ায় এই প্রকল্প নির্মাণের প্রস্তাব করা হয়। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই পাটনা বিমানবন্দরের একটি নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজে হাত দিয়েছে। বর্তমানে নতুন প্রকল্পটি অনুমোদিত হওয়ায় পাটনা বিমানবন্দরের ওপর অনেকটাই চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
বিহতা বিমানবন্দরে যে নতুন টার্মিনাল ভবনটি গড়ে তোলা হবে, তার আয়তন হবে ৬৬ হাজার বর্গ কিলোমিটার। দিনের ব্যস্ত সময়ে ৩ হাজার বিমানযাত্রী এটি ব্যবহারের সুযোগ পাবেন। ফলে, বছরে ৫০ লক্ষ পর্যন্ত যাত্রী এটি দিয়ে যাতায়াত করতে পারবেন।
PG/SKD/DM
(Release ID: 2046381)
Visitor Counter : 64
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi_MP
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam