স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
দেশে আন্দোলনরত চিকিৎসকদের সাধারণ রোগীদের স্বার্থে পুনরায় কাজে যোগ দেওয়ার আবেদন জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক
মন্ত্রকের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস
Posted On:
17 AUG 2024 1:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ আগস্ট, ২০২৪
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ডাক্তারের মর্মান্তিক ও নৃশংস হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে হাসপাতালে কর্তব্যরত সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পূর্ণ নিরাপত্তার দাবি জানিয়েছে ভারতের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (এফওআরডিএ), ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এবং দিল্লির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস। এই সংস্থা ও সংগঠনগুলির প্রতিনিধিরা আজ রাজধানীতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকে সমবেত হয়ে তাঁদের দাবি পেশ করে। মন্ত্রকের পক্ষ থেকে এই সংগঠনগুলির দাবিদাওয়া পূরণে সর্বতোভাবে সকলরকম প্রচেষ্টার প্রতিশ্রুতি দেওয়া হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিও যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে মন্ত্রকের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।
আন্দোলনরত চিকিৎসকদের জনস্বার্থে পুনরায় কাজে যোগ দেওয়ার জন্য মন্ত্রকের পক্ষ থেকে আবেদন জানানো হয়। বিশেষত, ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের এ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
PG/SKD/DM
(Release ID: 2046380)
Visitor Counter : 55