নির্বাচনকমিশন
হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা নির্বাচন কমিশনের
Posted On:
13 AUG 2024 1:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ অগাস্ট, ২০২৪
হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখল নির্বাচন কমিশন। দুই নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং ড: এস এস সান্ধুকে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার চণ্ডিগড়ে দুদিনের বৈঠকে নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা করেন। ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৪-এর ৩ নভেম্বর।
দু’দিনের বৈঠকে নির্বাচন কমিশন জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছেন। আম আদমী পার্টি, বিজেপি, সিপিআইএম, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় লোক দল এবং জননায়ক জনতা পার্টি কমিশনের ডাকা বৈঠকে যোগ দেয়।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ রাজনৈতিক দলগুলি কমিশনের সামনে ৯ দফা দাবি পেশ করে। অন্য দাবিগুলির মধ্যে ছিল, স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মৃত এবং অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার তালিকার সংশোধন, ভোটগ্রহণ কেন্দ্রগুলির দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি প্রবীণ এবং মহিলা ভোটারদের জন্য সুবিধাজনক ব্যবস্থা করা। কোনওরকম অভিযোগ থাকলে যাতে তা নির্বাচনী পর্যবেক্ষকদের সত্বর জানানো যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা করারও দাবি জানান তাঁরা।
নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে জানিয়েছে, সুষ্ঠু-অবাধ নির্বাচন করানোয় কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। ভোটার তালিকা সংশোধন যাতে দ্রুত সম্পন্ন করা সম্ভব হয় সেজন্য রাজনৈতিক দলগুলির কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা। হরিয়ানা রাজ্য বিধানসভা নির্বাচন এই প্রথমবার ৮৫ বছরের বেশি প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়িতে বসে ভোট দেওয়ার সংস্থান রাখা হয়েছে। তবে তা ব্যক্তির পছন্দের ওপরে নির্ভরশীল, কেউ যদি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান তাহলে তাকে প্রয়োজনীয় সাহায্য দিতে বলা হয়েছে।
রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলার বিষয়ে পর্যালোচনা করতে নির্বাচন কমিশন, জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার, মহকুমা কমিশনার, আইজিদের সঙ্গেও বৈঠক করেছেন। ইভিএম ব্যবস্থাপনা, ভোটকর্মীদের প্রশিক্ষণ, ভোটগ্রহণকেন্দ্র ও পরিকাঠামো সংক্রান্ত বিষয় এবং ভোটার সচেতনতার বিষয়েও আলোচনা হয়েছে। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ২৭ অগাস্ট, ২০২৪। প্রকাশিত হওয়ার পর সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে তা পৌঁছে দিতে হবে। নির্বাচন কমিশন এর পাশাপাশি মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহা নির্দেশকের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠক করেছেন।
হরিয়ানায় মোট ভোটার সংখ্যা ২ কোটি ১ হাজার। এরমধ্যে ১ কোটি ৬ হাজার পুরুষ, ৯৫ লক্ষ মহিলা, প্রথমবার ভোটদাতার সংখ্যা ৪ লক্ষ ৫২ হাজার, ৮৫ উর্ধ এবং প্রবীণ ভোটারদের সংখ্যা ২ লক্ষ ৫৫ হাজার। অন্যভাবে সক্ষম ভোটার রয়েছেন ১ লক্ষ ৫০ হাজার। হরিয়ানায় ১০০-এর বেশি বয়ষ্ক ভোটার রয়েছেন ১০ হাজারেরও বেশি।
মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনকে জানিয়েছে, ২০,৬২৯টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হবে। ২০১৯-এর তুলনায় এই সংখ্যা ৮১৭টি বৃদ্ধি পেয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রগুলির মধ্যে ১৩,৪৯৭ টি গ্রামীণ এলাকায় এবং ৭,১৩২টি শহরাঞ্চলে রয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনকে আরও জানান, ১০০ শতাংশ ভোটগ্রহণ কেন্দ্রেই ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্রেই ভোটদাতাদের জন্য পানীয় জল, শৌচালয়, বসার চেয়ার প্রভৃতি ন্যূনতম সুবিধার বন্দোবস্ত করা হবে। এছাড়াও ভোটদাতাদের সুবিধার্থে সিভিজিল, সুবিধা, কেওয়াইসি, সক্ষম প্রভৃতি অ্যাপেরও সংস্থান থাকছে।
অর্থশক্তি এবং পেশীশক্তির ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে কমিশন। দাগী অপরাধীদের শনাক্তকরণের পাশাপাশি ড্রাগ ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ চেক পোস্টগুলিতে ২৪ ঘন্টা নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে বেআইনী আর্থিক লেনদেন যাতে না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
কমিশনের পদস্থ আধিকারিকেরাও পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন।
PG/ AB /AG
(Release ID: 2044903)
Visitor Counter : 55