কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

“দীনদয়াল অন্তদ্বয় যোজনা জাতীয় গ্রামীণ আজীবিকা মিশন (ডিএওয়াই-এনআরএলএম) মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্ষমতায়নে তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হচ্ছে, পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটাচ্ছে” বললেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং

Posted On: 11 AUG 2024 4:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৪

 

কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং চেনানির উধমপুরে আজ মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং স্টার্টআপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত টেলি-মেডিসিন পরিষেবা ‘ডক্টর অন হুইলস’-এর সূচনা করেন। 


 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী তথা আণবিক শক্তি ও মহাকাশ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং আজ বলেন, দীনদয়াল অন্তদ্বয় যোজনা জাতীয় গ্রামীণ আজীবিকা মিশন (ডিএওয়াই-এনআরএলএম) কেবলমাত্র মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহায়তা প্রদান করছে তা নয়, পাশাপাশি তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নেও সহায়তা করছে। জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার চেনানি তহসিলের সরকারি উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এনআরএলএম বিষয়ক একটি প্রদার্শনীতে তিনি ভাষণ দিচ্ছিলেন। 


মন্ত্রী বলেন, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি নিজেদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে এই মিশনে কাজ করছে। পাশাপাশি তারা অন্য মহিলা ও যুবক-যুবতীদের কর্মসংস্থানও করছে। লাখপতি দিদিরা এবং স্বনির্ভর গোষ্ঠীর দিদিরাও যথেষ্ঠ পরিমান অর্থ উপার্জন করছে এবং সমাজের জন্য আদর্শ হয়ে উঠছেন। গ্রামীণ অর্থনীতির পরিবর্তনে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। দরিদ্রদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের এই ফ্ল্যাগশিপ কর্মসূচি বিশ্বের অন্যতম বৃহত্তম উদ্যোগ।

উধমপুর-কাঠুয়া-ডোডা লোকসভা ক্ষেত্রের পরিকাঠামো উন্নয়ন প্রসঙ্গে ডঃ জীতেন্দ্র সিং বলেন, পিএমজিএসওয়াই-এর আওতায় সড়ক এবং মহাসড়ক দ্রুত গতিতে তৈরি হচ্ছে। দূরবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং যাতায়াতের সময় কমানো দুই-ই এরফলে সম্ভব হচ্ছে। ডঃ জীতেন্দ্র সিং বলেন, ‘লক্ষণপুর-বাণী-বাসোহলি-ডোডা এর মধ্যে নতুন জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং যাতায়াত সহজ হবে।’ পাশাপাশি গোহা-খেলানি-খান্নাবল জাতীয় সড়ক চেনানী-সুধমাহাদেব-খেলানি-চাত্তুরু-খান্নাবল এর মধ্যে সংযোগ স্থাপন হলে যাতায়াতের বিকল্প পথ চালু হবে। 

মন্ত্রী বলেন, “মোদী সরকার গ্রামীণ এলাকার পরিবর্তনে গত ১০ বছর ধরে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

ডঃ সিং ‘আরোগ্য ডক্টর অন হুইলস’ অ্যাম্বুলেন্স চলমান টেলি-মেডিসিন পরিষেবার সূচনা করেন। তিনি বলেন, বিনামূল্যে টেলি মেডিসিন স্টার্টআপ উদ্যোগটি দূরবর্তী গ্রামে বসবাসকারী জনগণকে বিনামূল্যে তাদের দরজায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে। মোবাইল অ্যাম্বুলেন্সের কাজ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘রোগীর পরীক্ষা-নিরীক্ষার সমগ্র ব্যবস্থা এবং রোগ নির্নয় করে প্রেসক্রিপশন তৈরির কাজ ৪৫ মিনিটে সম্পূর্ণ হবে। কোনো রোগী স্বশরীরে হাসপাতালে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইলে তার একদিন সময় লাগে।’ একজন রোগী এখন সহজেই তার নিজের ভাষায় চিকিৎসকের কাছে রোগ সম্পর্কে জানাতে পারবেন এবং ডক্টর অন হুইলস-এর কাছ থেকে একই ভাষাতে জবাব পাবেন। 

ডঃ জীতেন্দ্র সিং বলেন, স্বাস্থ্য পরিষেবার স্টার্টআপের ক্ষেত্রে এ এক বিশেষ উদ্যোগ যা আরও বৃহৎভাবে ছড়িয়ে পড়া উচিত। জনগণের স্বার্থে এর সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। 

এরপর ডঃ জীতেন্দ্র সিং একটি জন-আলোচনায় অংশ নেন। তাতে বহুসংখ্যক মানুষ উপস্থিত হয়ে তাঁদের অভিযোগ জানান ও তার দ্রুত নিষ্পত্তির দাবি জানান। কেন্দ্রীয় মন্ত্রী জেলাস্তরের আধিকারিকদের দ্রুতগতিতে জনগণের এই সমস্যা সমাধানের নির্দেশ দেন। তিনি বলেন, সরকার জনগণের সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। আর তাইজন্যই তিনি গত কয়েক সপ্তাহ ধরে জনগণের সঙ্গে এই আলাপচারিতায় অংশ নিচ্ছেন। 

কেন্দ্রীয় মন্ত্রী ডিএওয়াইএনআরএলএম-এর আওতায় বিভিন্ন বিভাগের সামগ্রী নিয়ে সজ্জিত স্টলগুলি ঘুরে দেখেন। চেনানি সরকারি উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে ভারত সরকারের মায়ের নামে একটি গাছ কর্মসূচির আওতায় একটি গাঠের চারা রোপণ করেন। 


PG/PM/NS


(Release ID: 2044810) Visitor Counter : 39