প্রতিরক্ষামন্ত্রক

অফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ উহুরুতে দেশের জাতীয় পতাকা উত্তোলন করল ভারতের দিব্যাঙ্গজন অভিযাত্রী দল

Posted On: 10 AUG 2024 2:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ আগস্ট ২০২৪

 

দেশের ৫৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটের দিব্যাঙ্গজন অভিযাত্রী দল অফ্রিকার উচ্চতম পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারোর উহুরু পর্বতশৃঙ্গে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছে। সমতল থেকে ৮,৮০০ ফুট উচ্চতায় এটি হল আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শিখর। অভিযাত্রী দলের নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপটেন জয় কিষাণ। অভিযাত্রী দলে ছিলেন দিব্যাঙ্গ শ্রী উদয় কুমার সহ অন্যান্যরা। তাঁরা কাঞ্জনজঙ্ঘা জাতীয় উদ্যান থেকে কিলিমাঞ্জারো অভিযানে এক ঐতিহাসিক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। অভিযাত্রী দলের যাত্রা শুরু হয় বেস ক্যাম্প থেকে। গত ৭ আগস্ট ১৫,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত তিবু হাট-এ পৌঁছে যান অভিযাত্রীরা। সেখানে তাঁরা গর্বের সঙ্গে উত্তোলন করেন ভারতের জাতীয় পতাকা। 

এই অভিযানের আর একটি উল্লেখযোগ্য দিক হল এক দিব্যাঙ্গ অভিযাত্রী শুধুমাত্র ক্রাচের ওপর নির্ভর করে উচ্চ পর্বত শিখরে আরোহণ করে ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা গর্বের সঙ্গে উত্তোলন করেছেন।

এই ঐতিহাসিক অভিযান থেকে এটাই প্রমাণিত হয় যে ধৈর্য, অধ্যবসায় এবং সাহায্য ও সমর্থনের মধ্য দিয়ে কিভাবে যে কোন বিষয়ে সাফল্য অর্জন সম্ভব। এই কাজে নিঃসন্দেহে উৎসাহিত ও অনুপ্রাণিত হবে দিব্যাঙ্গজনের পরবর্তী প্রজন্মগুলি।


PG/SKD/AS



(Release ID: 2044345) Visitor Counter : 26