সহযোগ মন্ত্রক

নন্দিনী সহকার যোজনা

Posted On: 07 AUG 2024 4:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ আগস্ট ২০২৪

 

জাতীয় সমবায় উন্নয়ন পর্ষদ (এনসিডিসি)-এর একটি প্রকল্প ‘নন্দিনী সহকার প্রকল্প’ মহিলাদের আর্থিকভাবে সহায়তা প্রদানে ও সমবায় ক্ষেত্রে মহিলাদের উন্নয়নে সাহায্য করতে গ্রহণ করা হয়েছে। মহিলা সমবায় প্রকল্পে আর্থিক সহায়তার কোনো ঊর্ধ্বসীমা বা ন্যূনতম সীমা নেই। 

‘নন্দিনী সহকার প্রকল্প’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গড়ে তোলার যে লক্ষ্য রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে চালু করা হয়েছিল। মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে এই প্রকল্প। মহিলা সমবায়ের মাধ্যমে মহিলাদের ব্যবসায়িক কাজকর্মে এই প্রকল্প সহায়তা প্রদান করে। 

এনসিডিসি-এর তহবিল প্রকল্প-ভিত্তিক। ‘নন্দিনী সহকার প্রকল্প’-এর আওতায় বিহারে মহিলা সমবায় থেকে এখনও পর্যন্ত কোনো প্রস্তাব পাওয়া যায়নি। 

সার্বিকভাবে ৩১/০৩/২০২৪ পর্যন্ত এনসিডিসি সমগ্র দেশের মহিলাদের জন্য ৬,৪২৬.৩৬ কোটি টাকা আর্থিক সাহায্য মঞ্জুর করেছে। 

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ।

 

PG/PM/DM



(Release ID: 2043131) Visitor Counter : 9


Read this release in: English , Urdu , Hindi , Tamil