সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

বর্ষাকালের জন্য সতর্কতামূলক ব্যবস্থা

Posted On: 07 AUG 2024 1:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ আগস্ট ২০২৪

 

বর্ষাকালে জাতীয় সড়কে বিভিন্ন ধরনের জরুরি পরিস্থিতির মোকাবিলার জন্য কি করণীয়, সে বিষয়ে হিমাচল প্রদেশ সহ প্রতিটি রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক একটি নির্দেশ পাঠিয়েছে। ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে এটি তৈরি করা হয়েছে। ২০২৩-এর ৮ জুন জারি করা এই নির্দেশিকা সম্বলিত চিঠির ক্রমিক সংখ্যা NH-15017/16/2023-P&M। ২০২৩-এর বর্ষার মরশুমে জাতীয় সড়কের ক্ষয়ক্ষতি মেরামত করে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়। 

এই কমিটির সদস্যরা হলেন – জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের প্রাক্তন অতিরিক্ত মহানির্দেশক শ্রী আর কে পাণ্ডে, আইআইটি রুরকির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডঃ সি এস পি ওঝা, ভূ-প্রযুক্তি বিশেষজ্ঞ শ্রীমতী মিনিমল করুল্লা, আইআইটি মাণ্ডির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডঃ ধর্মেন্দ্র গিল এবং সীমান্ত সড়ক সংস্থার মহানির্দেশকের দপ্তরের পূর্বাঞ্চলীয় ডিডিজি, চিফ ইঞ্জিনিয়ার শ্রী জিতেন্দ্র প্রসাদ। 

সংশ্লিষ্ট চিঠির বিষয়ে জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042498

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি।

PG/CB/DM


(Release ID: 2042971) Visitor Counter : 32