সংস্কৃতিমন্ত্রক
তরুণ শিল্পীদের জন্য বৃত্তি
Posted On:
05 AUG 2024 2:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ অগাস্ট, ২০২৪
শাস্ত্রীয় নৃত্য, দেশীয় শিল্পকর্ম সহ বিভিন্ন ধরনের অন্যান্য শিল্পের ক্ষেত্রে উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ‘স্কলারশিপ টু ইয়ং আর্টিস্টস্ ইন ডিফারেন্ট কালচারাল ফিল্ডস্ (এসওয়াইএ)’ নামে একটি আর্থিক উন্নয়ন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় মাসিক ৫ হাজার টাকা করে সর্বোচ্চ ৪০০ জনকে ৬টি মাসিক কিস্তিতে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। বৃত্তি প্রাপকদের বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে এবং কোনও গুরু বা প্রতিষ্ঠানে অন্তত ৫ বছর প্রশিক্ষণ নিতে হবে। মন্ত্রকের তৈরি করা একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ব্যক্তিগত ইন্টারভিউ/কথাবার্তার ভিত্তিতে এই বৃত্তি প্রাপকদের বাছাই করা হবে। ২০২৩-২৪ অর্থবর্ষে এই খাতে ১৬.২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
যেসব ক্ষেত্রে এই বৃত্তি প্রদান করা হবে, সেগুলি হ’ল – ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, থিয়েটার, দৃশ্যকলা, লোক, পরম্পরাগত ও দেশীয় শিল্প এবং লঘু শাস্ত্রীয় সঙ্গীত। ২০২৩-২৪ এ এই খাতে পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে ৮৩.৭০ লক্ষ টাকা।
আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
PG/MP/SB
(Release ID: 2042379)
Visitor Counter : 32