সংস্কৃতিমন্ত্রক
ভারতীয় প্রত্নবস্তুকে স্বদেশে ফিরিয়ে আনা
Posted On:
05 AUG 2024 2:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ আগষ্ট, ২০২৪
২০১৪ সাল থেকে এপর্যন্ত বিভিন্ন দেশে থাকা মোট ৩৪৫ টি ভারতীয় প্রত্নবস্তুকে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক প্রত্নবস্তুকে ফিরিয়ে আনা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত মোট ২৮৩ টি প্রত্নবস্তুকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনা হয়। সবথেকে বেশি সংখ্যক ফিরিয়ে আনা হয় ২০২১ সালে ১৫৭ টি এবং ২০২৩ –এ ১০৫ টি। এই সমস্ত প্রত্নবস্তুকে দেশে ফিরিয়ে আনতে কোনো নির্দিষ্ট বাজেট বরাদ্দ নেই। ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ (এএসআই) তাদের প্রয়োজন ভিত্তিতে তাদের প্রাপ্য তহবিল থেকে এই ব্যয়ভার বহন করে থাকে।
সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি জনসাধারণের উৎসাহ বৃদ্ধি পেয়েছে। জনসচেতনতা তৈরি করতে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ নানা প্রদর্শনী ও ওয়ার্কশপেরও আয়োজন করে। প্রসঙ্গত উল্লেখ্য খাজুরাহোতে জি-২০ বৈঠকে এবং নতুন দিল্লিতে বিশ্ব হেরিটেজ কমিটির বৈঠকে স্বদেশে ফিরিয়ে আনা প্রত্নবস্তুর সংগ্রহ অভ্যাগত এবং দর্শকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছে। পুরানা কিলার গ্যালারিতে জনসাধারণের দেখার জন্য স্বদেশে ফিরিয়ে আনা নির্বাচিত কিছু প্রত্নবস্তুকেও রাখা হয়েছে।
প্রত্নসামগ্রী চোরাচালান রোধে এএসআই আইন প্রণয়নকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় ভিত্তিতে কাজ করে থাকে। কোনো প্রত্নবস্তু চুরি হলে সংশ্লিষ্ট পুলিশ থানায় এফআইআর করা হয় এবং লুক আউট নোটিশ জারি হয়, যাতে সেই চুরি যাওয়া প্রত্নবস্তু ফিরে পাওয়া যায়।
মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, সিঙ্গাপুর, ইটালি, থাইল্যান্ড প্রভৃতি দেশ থেকে ভারতীয় প্রত্নবস্তুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ২০১৪ সাল থেকে ২০২৪ পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে ৪০ টি প্রত্নবস্তুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
২০১৪ থেকে এপর্যন্ত গ্রেট ব্রিটেন থেকে মোট ১৬ টি প্রত্নবস্তুকে দেশে ফিরিয়ে আনা হয়।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন।
PG/AB /SG
(Release ID: 2042377)
Visitor Counter : 38