স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, 370 এবং 35(A) অনুচ্ছেদ বিলোপের মতো রূপান্তরকারী সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীর এবং লাদাখে তৃণমূল স্তরে গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং প্রান্তিক শ্রেণীর ক্ষমতায়নে নতুন যুগ নিয়ে আসবে

Posted On: 05 AUG 2024 5:38PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৫ অগাস্ট, ২০২৪


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন যে, 370  এবং  35(A) অনুচ্ছেদ বিলোপের রূপান্তরকারী সিদ্ধান্ত প্রান্তিক শ্রেণীর ক্ষমতায়নে নতুন যুগ নিয়ে আসবে এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখে তৃণমূল স্তরের গণতন্ত্রকে শক্তিশালী করবে। 
এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন যে,
“আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 370  এবং  35(A) অনুচ্ছেদের ঐতিহাসিক বিলোপের ৫ বছর পূর্ণ হল। এই রূপান্তরকারী সিদ্ধান্ত প্রান্তিক শ্রেণির ক্ষমতায়নে নতুন যুগ নিয়ে আসবে এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখে তৃণমূল স্তরের গণতন্ত্রকে শক্তিশালী করবে। এই অঞ্চলের যুব সমাজ আর্থ-সামাজিক বৃদ্ধি এবং সাংস্কৃতিক পুনর্জাগরণকে চালিত করে মোদী সরকারের শান্তি প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নের প্রয়াসকে বিপুলভাবে সাফল্যমণ্ডিত করেছে। আমরা এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং এই অঞ্চলের প্রত্যাশ্যা এবং রূপান্তরকারী অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের নিষ্ঠার কথা আবার জানাই।” 

 

PG/ AP/AG


(Release ID: 2041995) Visitor Counter : 43