পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

বায়ুদূষণ নিয়ন্ত্রণে উদ্ভাবনী পদ্ধতি

Posted On: 29 JUL 2024 12:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২৪

 

বায়ুদূষণ কমাতে বিভিন্ন নতুন প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরমধ্যে এনইইআরআই-এর তৈরি বায়ু পরিশোধক ব্যবস্থাপনাকে দেশের বিভিন্ন রাস্তায় প্রয়োগ করা হচ্ছে। এছাড়া নির্মাণ ক্ষেত্র ও রাস্তার ধূলো নিয়ন্ত্রণে গৃহীত হচ্ছে নানা পদ্ধতির। মানব রচনা আন্তর্জাতিক, গবেষণা প্রতিষ্ঠান বাসের ছাদ পরিশোধন ব্যবস্থাপনা চালু করেছে। আইআইটিবোম্বে এবং টাটা প্রজেক্ট লিমিটেড তৈরি করেছে বায়ু শোধন ব্যবস্থাপনা। এই সবকিছুর মধ্যে ধুলো নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা অত্যন্ত সন্তোষজনক এসেছে এবং সেইমতো দিল্লি-এনসিআরএ এই ব্যবস্থাপনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ২০০৯ সালে জাতীয়ভাবে বায়ুর গুণমান মানক চালু করে। ১৫টি স্থান থেকে দেশে বায়ু দূষণের ওপর পর্যবেক্ষণ চালানো হচ্ছে। 

২০২৩-২০২৪ অর্থবর্ষে বায়ুর গুণমান সম্পর্কে নজরদারির জন্য ৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এরমধ্যে ২,৫২,৩৩,৭৪৮ টাকা ব্যয় করা হয়েছে। 

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং। 


PG/ PM /AG


(Release ID: 2038619)