জাহাজচলাচলমন্ত্রক

শ্রী সর্বানন্দ সোনোয়াল : ২০২৪-এর কেন্দ্রীয় বাজেটে প্রায় ২০০ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে জনজাতির ক্ষমতায়নের জন্য

Posted On: 27 JUL 2024 6:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২৪

 

কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মেঘালয়ের শিলং-এ শিল্পপতি, যুবা এবং মহিলাদের সঙ্গে ২০২৪-এর কেন্দ্রীয় বাজেট নিয়ে এক আলোচনায় অংশ নিলেন। আলোচনা মূলত হল, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের লক্ষ্যে পথ নির্দেশিকা দিতে ২০২৪-এর কেন্দ্রীয় বাজেটের সংস্থানগুলি নিয়ে। শ্রী সোনোয়াল বলেন, উত্তর-পূর্ব ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাজেট থেকে ওই অঞ্চল উপকৃত হবে কারণ এই বাজেটে নজর দেওয়া হয়েছে অঞ্চলের অর্থনীতি, শিল্প এবং কৃষিক্ষেত্রের ক্ষমতায়নের পাশাপাশি;  যুবা, মহিলা এবং জনজাতির ক্ষমতায়নে। 

জনজাতির ক্ষমতায়ন নিয়ে বৈঠকে শ্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, “বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে ভারতের জন্য ২০২৪-এর কেন্দ্রীয় বাজেট পথ নির্দেশ রেখেছে। আরও বেশি প্রাণশক্তি এবং অগ্রাধিকারের সঙ্গে বাজেট লক্ষ্য রেখেছে অর্থনীতি, শিল্প এবং কৃষিক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি উত্তর-পূর্বের যুবা, মহিলা এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে। আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের সুন্দর উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ এবং ভারতের উন্নয়নের নতুন ইঞ্জিন হিসেবে চিহ্নিত করেছেন। মোদীজির অধীনে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য বাজেটে বরাদ্দ প্রায় ২০০ শতাংশ বাড়িয়ে ১৩০০০ কোটি টাকা করা হয়েছে যা ব্যবহৃত হবে জনজাতি সম্প্রদায়ের কল্যাণে। আমাদের চিরাচরিত শিল্পী, কারিগর, স্বনির্ভর গোষ্ঠী, তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং মহিলা উদ্যোগীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পিএম বিশ্বকর্মা, পিএম স্বনিধি, জাতীয় জীবন-জীবিকা মিশন এবং স্ট্যান্ডআপ ইন্ডিয়ার মতো কর্মসূচিতে এবারের বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। জনজাতি সম্প্রদায়ের সামাজিক ন্যায়ের জন্য আরও একটি ঐতিহাসিক কর্মসূচি প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রামের ঘোষণা করা হয়েছে এই বাজেটে। যার লক্ষ্য, জনজাতি সম্প্রদায়ের আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নতি। এতে ৬৩ হাজার গ্রামের ৫ কোটি জনজাতির মানুষ সরাসরি উপকৃত হবেন।”

উত্তর-পূর্বের কৃষির জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধির ওপর আলোকপাত করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির প্রাণবন্ত নেতৃত্বে আমরা প্রাকৃতিক চাষ এবং উদ্যান শিল্পের তালুক হিসেবে উত্তর-পূর্বকে গড়ে তুলতে এখানকার প্রবল সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে কাজ করছি। সেইসঙ্গে যাতে আমাদের যুবারা বিশ্বমানের দক্ষ কর্মীবল হয়ে উঠতে পারে তার লক্ষ্যে কাজ করছি। ৩২টি কৃষি ও উদ্যান শস্যের উচ্চ ফলনশীল এবং জলবায়ু সহনশীল ১০৯ ধরনের বীজ দেওয়া হয়েছে মেঘালয়কে যে রাজ্য এই বিষয়ে সকলের অগ্রবর্তী যাতে কৃষক এবং উদ্যানপালকদের উপার্জন বাড়ে এবং জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব স্তিমিত করা যায়। প্রস্তাবিত ডিজিটাল শস্য সমীক্ষায় ঋণের সুবিধার উন্নতি হবে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। পরিবেশ বান্ধব, দীর্ঘস্থায়ী কৃষি প্রকল্পের জন্য ৫৯৮ কোটি টাকার বরাদ্দ নিয়ন্ত্রণ করবে জলবায়ু পরিবর্তন, ভূমিক্ষয় এবং পোকামাকড়, গাছের রোগ সংক্রমণ। ফলে এই অঞ্চলের কৃষি পণ্যের সম্ভাবনার আরও উন্নতি হবে।” 

শ্রী সর্বানন্দ সোনোয়াল আরও বলেন, “বাজেটের এও লক্ষ্য যাতে উৎপাদন শিল্প এবং পরিষেবা ক্ষেত্রের উন্নতি হয় মুদ্রা কর্মসূচির মাধ্যমে যাতে প্রয়োজনীয় ঋণ সহায়তা দেওয়া হয় এমএসএমই-কে। এতে শুধুমাত্র উদ্যোগ সংক্রান্ত সম্ভাবনার বিকাশ হবে তাই নয়, বিপুল কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। প্রধানমন্ত্রী মোদীজির ভাবনা যে একটি নতুন ঋণ নিশ্চয়তা কর্মসূচিও সহায়তা করবে এমএসএমই-গুলিকে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে এবং অঞ্চলের শিল্পক্ষেত্রে বৃদ্ধি ঘটাতে। মোদী সরকারের অভিনব উদ্যোগ প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর যাতে প্রথমবারের কর্মচারীদের ৩ কিস্তিতে ১৫ হাজার টাকা দেওয়া হবে এবং এটিকে সংযুক্ত করা হবে মেঘালয় শিল্প ও বিনিয়োগ বিকাশ নীতির সঙ্গে। এতে রাজ্যে শিল্পের উন্নয়ন এবং কাজের সৃষ্টি হবে। যুব শক্তিকে সক্ষম করে তুলতে ১০০০ আইটিআই-এর উন্নীতকরণ করার পাশাপাশি মহিলাদের জন্য ছাত্রীনিবাস এবং ক্রেশ স্থাপনের মাধ্যমে মহিলা কর্মশক্তিকে শিল্পে কাজ করার সহায়ক করে তুলতে।” 

২০২৪-এর কেন্দ্রীয় বাজেটে উত্তর-পূর্ব সহ দুর্গম এলাকার সবরকম আবহাওয়ার উপযোগী সড়ক যোগাযোগ গড়ে তুলতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ের মাধ্যমে পরিকাঠামোর উন্নতি করতে উল্লেখযোগ্য আর্থিক বরাদ্দ করা হয়েছে। ২০১৪ থেকে ইতিমধ্যে ২৩১০.৭৬ কোটি টাকা খরচে মেঘালয় জুড়ে ৩৪৮২ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে পিএমজিএসওয়াইতে। বাজেটে ২.৬৬ লক্ষ কোটি টাকার সংস্থান করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের জন্য গ্রামীণ পরিকাঠামো সহ গ্রামীণ উন্নয়নের জন্য। 

২০২৪-এর কেন্দ্রীয় বাজেটে আরও ১৯,৩৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে উত্তর-পূর্বের সড়ক ও জাতীয় সড়ক যোগাযোগের জন্য। যাতে মেঘালয় সহ এই অঞ্চলের পর্যটন পরিকাঠামোর বিপুল উন্নতি হয়।  

 

PG/ AP /AG



(Release ID: 2038513) Visitor Counter : 28