রাষ্ট্রপতিরসচিবালয়
পুদুচেরির লেফটেন্যান্ট জেনারেল পদে নতুন নিয়োগ
प्रविष्टि तिथि:
28 JUL 2024 8:20AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ জুলাই, ২০২৪
শ্রী কে কৈলাশনাথনকে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। যেদিন থেকে শ্রী কৈলাশনাথন এই দায়িত্বভার গ্রহণ করবেন সেদিন থেকেই তাঁর নতুন নিয়োগ কার্যকর হবে।
রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে প্রকাশিত ও প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
PG/SKD/AS
(रिलीज़ आईडी: 2038098)
आगंतुक पटल : 99