সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

তরুণ প্রজন্মের মধ্যে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতার প্রসার

प्रविष्टि तिथि: 25 JUL 2024 6:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ জুলাই, ২০২৪

 

তরুণ প্রজন্ম সহ সমাজের প্রতিটি মানুষের মধ্যে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতার প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে সংস্কৃতি মন্ত্রক। সেই অনুযায়ী তরুণদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পও হাতে নিয়েছে ওই মন্ত্রক। সংস্কৃতির বিভিন্ন ধারায় তরুণ শিল্পীদের জন্য বৃত্তি ও পুরস্কার চালু করা হয়েছে :

১. বিভিন্ন সাংস্কৃতিক ধারায় তরুণ প্রজন্মের শিল্পীদের জন্য বৃত্তি কার্যক্রম : প্রতি শিক্ষাবর্ষে এধরনের ৪০০টি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রতিশ্রুতিময় শিল্পীরা দেশের মধ্যে প্রশিক্ষণ বাবদ আর্থিক সহায়তা পেয়ে থাকেন। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ নৃত্য, নাট্যশিল্প, মূকাভিনয় শিল্প, লোকশিল্প প্রভৃতি ক্ষেত্রে ২ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হয় এদের। এই অর্থ দেওয়া হয় চারটি কিস্তিতে।
২. সংস্কৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে পুরস্কার ও ফেলোশিপ : এধরনের ৪০০টি ফেলোশিপের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ২০০টি ২৫ থেকে ৪০ বছর বয়সীদের জন্য। বাকি ২০০টি ৪০ বছরের ঊর্ধ্বে থাকা শিল্পীদের জন্য। এই ফেলোশিপ ২ বছরের। প্রথম ক্ষেত্রে প্রতি মাসে ১০ হাজার এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। 

লোকশিল্প ও সংস্কৃতির প্রসারে বিশেষভাবে উদ্যোগী সংস্কৃতি মন্ত্রক। ভারত সরকার ৭টি ক্ষেত্রীয় সাংকৃতিক কেন্দ্র গড়ে তুলেছে। এদের মূল দপ্তর পাতিয়ালা, নাগপুর, উদয়পুর, প্রয়াগরাজ, কলকাতা, ডিমাপুর এবং থাঞ্জাভুরে। বছরভর নানান ধরনের সাংস্কৃতিক কর্মসূচি রূপায়িত হয় এদের মাধ্যমে। এই কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাম্মানিকী, যাতায়াত ও থাকা খাওয়ার খরচ পান। তরুণ শিল্পীদের উৎসাহিত করতে এই কেন্দ্রগুলি বিশেষভাবে সচেষ্ট। এই লক্ষ্যে গুরু শিষ্য পরম্পরা প্রকল্প, নাট্য শিল্প পুনরুজ্জীবন প্রকল্প, শিল্পগ্রাম প্রকল্প, জম্মু ও কাশ্মীর উৎসব কিংবা জাতীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মতো উদ্যোগ হাতে নিয়েছে কেন্দ্রগুলি।

ভারত সরকারের শিক্ষা ও অন্য মন্ত্রক ও দপ্তরগুলিকেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নির্বাহে সহায়তা দিয়ে থাকে সংস্কৃতি মন্ত্রক। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখওয়াত।

 

PG/AC/SKD


(रिलीज़ आईडी: 2037463) आगंतुक पटल : 132
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Tamil