পরিবেশওঅরণ্যমন্ত্রক

হাতির সুরক্ষা

Posted On: 25 JUL 2024 1:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫জুলাই, ২০২৪

 

হাতির সংখ্যার বিগত কয়েক বছরের বিস্তৃত বিবরণ

 

বছর

২০০৭

২০১২

২০১৭

হাতির সংখ্যা

২৭৬৬৯-২৭৭১৯

২৯৩৯১-৩০৭১১

২৯৯৬৪

 

 

হাতি সহ অন্যান্য বন্যপ্রাণ সংরক্ষণ প্রাথমিকভাবে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের দায়িত্ব। হাতির সংখ্যা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বন মন্ত্রক জানিয়েছে। এই পদক্ষেপগুলি হল,

 

১. বাঘ ও হাতির সুরক্ষার জন্য কেন্দ্রীয় প্রকল্পের আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয়। এর জন্য বিগত ৫টি অর্থবর্ষে আলাদা করে বাজেট বরাদ্দ হয়েছে।

 

২. বন্যপ্রাণ সংরক্ষণের জন্য মন্ত্রক খাদ্য উপযোগী বৃক্ষরোপণ, জলাধার সংরক্ষণের মতো পদক্ষেপ গ্রহণ করে।

 

৩. ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মন্ত্রক মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষ এড়াতে বিশেষ নির্দেশিকা জারি করেছে। এর মধ্যে রাজ্য ও জেলাস্তরে পর্যবেক্ষণ কমিটি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ কমিটি গঠনের মতো বিষয়গুলি রয়েছে।

 

৪. খাদ্যশস্য নষ্ট সহ অন্যান্য ক্ষতি এড়াতে বন মন্ত্রক ২০২২ সালের তেসরা জুন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে।

 

৫. দেরাদুনে ভারতীয় বন্যপ্রাণ সংগঠনবনমন্ত্রকের সঙ্গে একজোট হয়ে দেশের বন্যপ্রাণী সংরক্ষণের কাজ করে চলেছে।

 

বাঘ ও হাতি প্রকল্পের জন্য ২০২৩-২৪ অর্থবর্ষে ৩৩৬.৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যার মধ্যে ২৪৩.৭৫ কোটি টাকা ব্যয় হয়েছে।

 

*বাঘ প্রকল্প ও হাতি প্রকল্পকে ২০২৩-২৪ অর্থবর্ষে একত্রিত করে দেওয়া হয়েছে। বর্তমানে তাবাঘ ও হাতি প্রকল্প নামে পরিচিত।

 

 

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং।

 

 

PG/PM/NS



(Release ID: 2037242) Visitor Counter : 5