পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশে দূষণের কারণে মৃত্যু

Posted On: 25 JUL 2024 1:33PM by PIB Kolkata

 নতুন দিল্লি ২৫ জুলাই ২০২৪


বায়ু দূষণের কারণে দেশে মৃত্যুর সরাসরি যোগসূত্র রয়েছে এমন কোনো যথাযথ তথ্য পাওয়া যায়না । শ্বাসযন্ত্রের রোগ এবং এই সংক্রান্ত অন্যান্য অসুস্থতাকে প্রভাবিত করে এমন অনেকগুলি কারনের মধ্যে বায়ু দূষণ একটি। স্বাস্থ্যের ওপর প্রভাব নানা কারনেই পড়ে। এরমধ্যে বায়ু দূষণ ছাড়াও পেশাগত, খাদ্যাভাসগত অভ্যাস, রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। বায়ুর গুণমান বাড়াতে সরকারের গৃহীত পদক্ষেপগুলি নিম্নরূপ
জাতীয় নির্মল বায়ু কর্মসূচি
•    ২০১৯ সালের জানুয়ারি মাসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জাতীয় নির্মল বায়ু কর্মসূচি(এনএসিপি) চালু করেছে। ২৪টি রাজ্যের ১৩১ টি শহরের বায়ুর গুণমান উন্নত করাই এর লক্ষ্য। 
•    জাতীয় নির্মল বায়ু কর্মসূচি ২০১৭ সালের বেসলাইনের তুলনায় ২০২৪ সালে পার্টিক্যুলেট ম্যাটারের ঘনত্ব ২০ থেকে ৩০ শতাংশ কমানোর লক্ষ্য স্থির করে। 
•    শহরের নির্দিষ্ট পরিচ্ছন্ন বায়ু কর্মপরিকল্পনা সেই শহরের বায়ু দূষণের নির্দিষ্ট কারণ যেমন রাস্তার ধুলো, যানবাহনের ধোঁয়া, গৃহস্থালীর জ্বালানি, বর্জ্য পোড়ানো, নির্মাণ সামগ্রী এবং শিল্পের ওপর নির্ভর করে হয়ে থাকে। 
•    এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যেমন স্বচ্ছ ভারত মিশন, স্মার্টসিটি মিশন ইত্যাদির সাহায্যে এই কাজ দ্রুত সম্পন্ন করা হয়। 
•    বায়ু দূষণ নিয়ে জনগণের অভিযোগ যথাযথ নিস্পত্তি করতে ১৩১টি শহরেই অভিযোগ জানানোর জন্য হেল্প লাইন তৈরি করা হয়েছে।
১৩১টি শহরে তৈরি করা হয়েছে জরুরিকালীন ব্যবস্থাপণা। ২০১৯-২০ থেকে ১০২৫-২৬ অর্থ বছরের জন্য ১৯,৬১৪.৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখনও পর্যন্ত ১৩১ টি শহরকে তাদের প্রকল্প রূপায়নের জন্য ১১,২১১.১৩ কোটি টাকা দেওয়া হয়েছে।
অন্যান্য পদক্ষেপ
•    বায়ুর গুণমান বজায় রাখার জন্য বিজ্ঞপ্তি জারি। 
•    শিল্পক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর মান সংশোধন।
•    সিএনজি, এলজিজি-র মতো পরিস্কার বিকল্প জ্বালানির প্রবর্তন।
•    ইথানল মিশ্রনের প্রচার।
•    বায়ুর জাতীয় গুণমান সূচক চালু করা।
•    নির্মাণ সংক্রান্ত বর্জ্য ব্যবস্থাপনা মেনে চলার বিজ্ঞপ্তি ইত্যাদি।
•    স্বনিয়ন্ত্রক ব্যবস্থার মাধ্যমে নজরদারি প্রক্রিয়া আরও কার্যকর করা।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং।


PG/PM/CS


(Release ID: 2037236) Visitor Counter : 60