শিল্পওবাণিজ্যমন্ত্রক

২০২৪-এর জুন মাসে ভারতের মোট রপ্তানি ৫.৪০% হারে বৃদ্ধি; ২০২৪-এর এপ্রিল থেকে জুন পৌন:পুনিক সার্বিক রপ্তানি বৃদ্ধির হার ৮.৬০%

Posted On: 15 JUL 2024 3:12PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৫ জুলাই, ২০২৪

 

২০২৪-এর জুন মাসে ভারতের মোট রপ্তানি (পণ্য ও পরিষেবা মিলে) ৬৫.৪৭ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে বলে প্রাথমিক হিসাবে প্রকাশ। ২০২৩-এর জুন মাসের তুলনায় ৫.৪০% বেশি। ২০২৪-এর জুন মাসে মোট আমদানি (পণ্য ও পরিষেবা মিলে) ৭৩.৪৭ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে ধরা হয়েছে যা ২০২৩-এর জুন মাসের তুলনায় ৬.২৯ শতাংশ বেশি। 

২০২৪-এর এপ্রিল থেকে জুন মাসে ভারতের মোট রপ্তানি দাঁড়িয়েছে ২০০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার। বৃদ্ধির হার ৮.৬০%। ওই একই সময় মোট আমদানির মূল্য দাঁড়িয়েছে ২২২.৮৯ বিলিয়ন ডলার। বৃদ্ধির হার ৮.৪৭%। 

২০২৪-এর জুন মাসে পণ্য রপ্তানির পরিমাণ ৩৫.২০ বিলিয়ন ডলার। ২০২৩-এর জুনে এই পরিমাণ ছিল ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার। 

২০২৪-এর জুনে পণ্য আমদানি হয়েছে ৫৬.১৮ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-এর জুন মাসে এই পরিমাণ ছিল ৫৩.৫১ বিলিয়ন মার্কিন ডলার। 

২০২৪-এর এপ্রিল থেকে জুন মাসে পণ্য রপ্তানি হয়েছে ১০৯.৯৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-এর একই সময়ে এই পরিমাণ ছিল ১০৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলার।

২০২৪-এর এপ্রিল থেকে জুন মাসে পণ্য আমদানি হয়েছে ১৭২.২৩ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-এর এপ্রিল থেকে জুন মাসে এই পরিমাণ ছিল ১৬০.০৫ বিলিয়ন মার্কিন ডলার। 

২০২৪-এর এপ্রিল থেকে জুন মাসে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ ৬২.২৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-এর এপ্রিল থেকে জুন মাসে এই ঘাটতির পরিমাণ ছিল ৫৬.১৬ বিলিয়ন মার্কিন ডলার। 

২০২৪-এর জুন মাসে পেট্রোলিয়াম নয় এমন দ্রব্য এবং রত্ন নয় এমন দ্রব্য ও গহনা রপ্তানির পরিমাণ ছিল ২৭.৪৩ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-এর জুন মাসে এর পরিমাণ ছিল ২৫.২৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪-এর এপ্রিল থেকে জুন মাসে রপ্তানির পরিমাণ ছিল ৮১.৯০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-এর ওই সময়ে পরিমাণ ছিল ৭৭.৩৩ বিলিয়ন মার্কিন ডলার। 

২০২৪-এর জুন মাসে পেট্রোলিয়াম নয় এমন দ্রব্য এবং রত্ন নয় এমন দ্রব্য ও গহনা (সোনা, রুপা ও দামী ধাতু) আমদানির পরিমাণ ছিল ৩৬.০৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-এর জুন মাসে এই পরিমাণ ছিল ৩৩.৬৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪-এর এপ্রিল থেকে জুন মাসে এর পরিমাণ ছিল ১০৫.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-এর ওই একই সময় এর পরিমাণ ছিল ১০২.১০ বিলিয়ন মার্কিন ডলার। 
২০২৪-এর জুন মাসে পরিষেবা রপ্তানি হয়েছে ৩০.২৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে। ২০২৩-এর জুন মাসে এই পরিমাণ ছিল ২৭.৭৯ বিলিয়ন মার্কিন ডলার। এপ্রিল থেকে জুন মাসে ৯০.৩৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পরিষেবা রপ্তানি হয়েছে। ২০২৩-এর একই সময় এর পরিমাণ ছিল ৮০.৫৭ বিলিয়ন মার্কিন ডলার।  

২০২৪-এর জুন মাসে পরিষেবা আমদানির পরিমাণ ছিল ১৭.২৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-এর জুন মাসে এই পরিমাণ ছিল ১৫.৬১ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪-এর এপ্রিল থেকে জুনে ৫০.৬৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পরিষেবা আমদানি হয়েছে। ২০২৩-এর একই সময়ে এই পরিমাণ ছিল ৪৫.৪৫ বিলিয়ন মার্কিন ডলার। 

২০২৪-এর এপ্রিল থেকে জুন মাসে পরিষেবা বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে ৩৯.৭০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-এর এপ্রিল থেকে জুন মাসে উদ্বৃত্তের পরিমাণ ছিল ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার। 

PG/ AP /AG



(Release ID: 2033514) Visitor Counter : 8