প্রতিরক্ষামন্ত্রক
পর্বতশৃঙ্গ কাং ইয়াৎসে-২ বিজয়ী এনসিসি-র বালক ও বালিকা ক্যাডেটদের অভিযাত্রী দলকে স্বাগত জানালেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ
Posted On:
03 JUL 2024 6:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ জুলাই, ২০২৪
নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ পর্বতশৃঙ্গ কাং ইয়াৎসে-২ বিজয়ী এনসিসি-র বালক ও বালিকা ক্যাডেটদের অভিযাত্রী দলকে স্বাগত জানালেন। তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া সহ নানা অসুবিধা সত্ত্বেও এই ক্যাডেটরা যেভাবে তাদের অভিযানকে সফল করে তুলেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ২০২২ সালে এনসিসি সমাবেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের প্রতি দায়িত্ব পালনে বাহিনীর ক্যাডেটদের যে ভূমিকার কথা তুলে ধরেছিলেন, তার উল্লেখ করেন তিনি।
তুষারশৃঙ্গ কাং ইয়াৎসে-২ জয়ী এই দলে ২৭ জন বালিকা ও বালক ক্যাডেটের পাশাপাশি ছিলেন ৫ জন আধিকারিক এবং ১৭ জন স্থায়ী প্রশিক্ষক। তুষারপাত, ঝোড়ো আবহাওয়া, কনকনে ঠান্ডা – কিছুই তাদের দমাতে পারেনি। এই পর্বতশৃঙ্গ তারা জয় করে ২১ জুন, ২০২৪ তারিখে। লাদাখে অবস্থিত কাং ইয়াৎসে - ২ এর উচ্চতা ৬ হাজার ২৫০ মিটার।
এনসিসি-র প্রশিক্ষণে অ্যাডভেঞ্চারের বিষয়টিতে খুবই গুরুত্ব দেওয়া হয়।
PG/AC/SB…
(Release ID: 2030998)
Visitor Counter : 67