কয়লামন্ত্রক

বিএফএসআই দক্ষতা বিকাশ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিসিসিএল যুবসম্প্রদায়ের ক্ষমতায়নে সহায়তা করেছে

Posted On: 01 JUL 2024 7:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ জুলাই, ২০২৪ 

 

ভারত কোকিং কোল লিমিটেড বা বিসিসিএল – এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ধানবাদের ১৫০ জন যুবক-যুবতীকে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে ব্যাঙ্ক, বিনিয়োগ, বীমা সহ বিভিন্ন আর্থিক ক্ষেত্রে বিএফএসআই ক্রেডিট প্রসেসিং অফিসার হিসেবে এরা কাজ করতে পারবেন। কলকাতার প্রমিত ফাউন্ডেশন – এর সহায়তায় ৯৬০ ঘন্টার এই আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে এদের সকলকে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড সহ বিভিন্ন রাজ্যের নানা প্রতিষ্ঠান নিয়োগপত্র দিয়েছে। 
বিসিসিএল গত কয়েক বছর ধরে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির মাধ্যমে যুবক-যুবতীদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে সহায়তা করে আসছে। ধানবাদের জুবিলি হল – এ প্রশিক্ষণ শেষে বিসিসিএল – এর চিফ ম্যানেজিং ডাইরেক্টর শ্রী সমীরণ দত্ত অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেন। এই অনুষ্ঠানে বিসিসিএল এবং প্রমিত ফাউন্ডেশন – এর উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

PG/CB/SB



(Release ID: 2030469) Visitor Counter : 22