শিল্পওবাণিজ্যমন্ত্রক
পীযূষ গোয়েল- প্রধানমন্ত্রী কৃষকদের সমস্যা নিয়ে অত্যন্ত সংবেদনশীল এবং কৃষকদের স্বার্থ রক্ষা করতে সরকার সব কিছু করবে
Posted On:
30 JUN 2024 5:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ জুন, ২০২৪
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ২৯.০৬.২০২৪-এ হায়দ্রাবাদের সামসাবাদে নভটেলে তামাক কৃষক, উৎপাদক, রপ্তানীকারকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সমাবেশে ভাষণে তিনি কৃষকদের ফ্লু কিওর্ড ভার্জিনিয়া টোবাকো রেকর্ড মূল্য পাওয়ায় এবং ২০২৩-২৪ অর্থ বছরে ভারতীয় তামাকের রেকর্ড পরিমাণ রপ্তানিতে খুশি ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ২৭.০৬.২০২৪ পর্যন্ত টোবাকো বোর্ড পরিচালিত ইলেকট্রনিক নিলামে ১১২.৩৫ মিলিয়ন কেজি এফসিভি টোবাকো বিক্রয় করে কৃষকরা প্রতি কেজিতে গড়ে ২৬৯.৯১ টাকা পেয়েছেন। তিনি আরও জানান, কাঁচা তামাক এবং তামাকজাত পণ্যের রপ্তানি মূল্য পূর্বেকার সব রেকর্ড ছাপিয়ে হয়েছে ১২০০৫.৮০ কোটি টাকা (১৪৪৯.৫০ মিলিয়ন মার্কিন ডলার)। এটি টাকার মূল্যে ১১.৩ শতাংশ বেশি এবং ডলারের হিসেবে ১৯.৫ শতাংশ বেশি।
অংশগ্রহণকারীরা এই সুযোগ পাওয়ার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তামাক উৎপাদন করতে চাষীদের কী কী সমস্য হয়, যেমন শ্রমিকের ঘাটতি, যান্ত্রিক সহায়তার অভাব, সালফেট অফ পটাস সারের (এসওপি) বেশি দাম, অতিরিক্ত তামাক উৎপাদনের জন্য জরিমানা, জ্বালানী খরচ বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে জানিয়ে সকলের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তার আবেদন জানান। ব্যবসায়ীরা বলেন, তামাক রপ্তানীকারকরা কোনো উৎসাহভাতা পান না। তাই আরওডিটিইপি কর্মসূচির অধীনে অন্তর্ভুক্ত করে তামাক রপ্তানীকারকদের সাহায্য করার অনুরোধ জানান। বেআইনী উৎপাদন রুখতে তাঁরা সরকারি সাহায্যের আবেদন জানান এবং বলেন, ভারতে চিউয়িং টোবাকো ব্যবহারের ফলে সরকারি কোষাগারের প্রভূত ক্ষতি হচ্ছে যা বন্ধ করা দরকার। তাঁরা আরও জানান, বেআইনী সিগারেট বিক্রি বেড়েছে।
মাননীয় মন্ত্রী তামাক চাষি এবং শিল্পের সমস্যাগুলি শোনেন এবং বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের সমস্যা নিয়ে অত্যন্ত সংবেদনশীল এবং সরকার কৃষকদের স্বার্থ রক্ষা করতে সব কিছু করবে। তিনি তামাক চাষি এবং শিল্পের সমস্যাগুলির মোকাবিলায় নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়ার আশ্বাস দেন।
তিনি অবিলম্বে টোবাকো বোর্ডে কর্মীসংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন, জানান এ বছর কৃষকদের অতিরিক্ত তামাক চাষের জন্য জরিমানা মকুব করতে সব রকম প্রয়াস নেওয়া হবে।
নিবন্ধীকরণের মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হবে। আগামী মরশুম থেকে সব তামাক চাষি এর সুযোগ পাবেন। ডিজিটাল নিবন্ধীকরণের সুবিধা থাকবে, যদিও সেটি বাধ্যতামূলক করা হবে না। কৃষি মন্ত্রক সাম্প্রতিক তামাক উৎপাদন পরিকাঠামো উন্নয়নের জন্য সুদে ৩ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিতে পারে যার মাধ্যমে কৃষি পরিকাঠামো তহবিলের অধীনে কৃষক সমাজকে এর সুযোগ গ্রহণ করতে বলেন তিনি।
তিনি টোবাকো বোর্ডকে পরামর্শ দেন তামাক কৃষকদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সুদ বিহীন ঋণ দেওয়ার ব্যবস্থা করতে বলেন, যে ঋণ ৭ বছরে শোধ করতে হবে। তিনি টোবাকো বোর্ডকে প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষকদের আর্থিক সহায়তা বৃদ্ধি করারও পরামর্শ দেন।
আইসিএআর-সিটিআরআই-এর অধিকর্তাকে বলা হয় তামাক চাষের জন্য প্রযুক্তির উন্নতি করতে, এসওপি সারের বিকল্প খুঁজতে, রপ্তানীযোগ্য করে তোলার জন্য উপযুক্ত রাসায়নিক ব্যবহারে এবং বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ ব্যবহার করতে।
শ্রীমতী ডি পুরন্দেশ্বরী, সাংসদ, রাজা মহেন্দ্রভরম, শ্রী রাজেশ আগরওয়াল অতিরিক্ত সচিব, টোবাকো বোর্ডের চেয়ারম্যান শ্রী যশবন্ত কুমার, এক্সিকিউটিভ ডিরেক্টর ডঃ শ্রীধর বাবু আদানকিও বৈঠকে যোগ দেন।
PG/AP/NS…
(Release ID: 2030141)
Visitor Counter : 52