তথ্যওসম্প্রচারমন্ত্রক
মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ) ২০২৪ – এ বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে
Posted On:
20 JUN 2024 6:47PM by PIB Kolkata
মুম্বাই, ২০ জুন, ২০২৪
অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ) ২০২৪ -এর সমাপ্তি আগামীকাল। সারা বিশ্ব ও দেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে এই উৎসব সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতার সঞ্চার করেছে। এ বছর এই উৎসবে বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন ধরনের তথ্যচিত্র, স্বল্প দৈর্ঘ্য এবং অ্যানিমেশন চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যা দর্শকদের মন জয় করছে।এই উৎসবে উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে বার্লিনেল শর্টস্ এবং অস্কার ফিল্ম প্যাকেজ ।
এমআইএফএফ ২০২৪ – বার্লিনেল শর্টস্-এ বিগত ৫ বছরের সেরা স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের মধ্যে ১২টি চলচ্চিত্রকে বেছে নেওয়া হয়। এর মধ্যে একটি সিলভার বিয়ার এবং একটি গোল্ডেন বিয়ার বিজয়ী চলচ্চিত্র স্থান পেয়েছে। বার্লিনলে শর্টস্ - এর প্রধান এবং এমআইএফএফ – এর জাতীয় প্রতিযোগিতা জুরির সদস্য আনা হেঙ্কেল – ডোনারসমার্ক দক্ষতার সঙ্গে এই চলচ্চিত্রের সংকলনটি তৈরি করেছেন। এই সংকলনে ভারতীয় চলচ্চিত্র হিসেবে পরিযায়ী শ্রমিকদের জীবনের উপর নির্মিত একতা মিত্তল প্রযোজিত ‘গুমনাম দিন’ চলচ্চিত্রটি স্থান পায়, যা দর্শকদের প্রশংসা লাভ করেছে।
অস্কার প্যাকেজে ১২টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘লেটার টু এ পিগ’, ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার’, ‘আওয়ার ইউনিফর্ম’, ‘নাইট অফ ফরচুন’, ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’, ‘নাইটিফাইভ সেন্স’, ‘আই অ্যাম হিপ’ – যা দর্শকদের মন জয় করে নিয়েছে।
এমআইএফএফ ২০২৪ – এ অ্যামাজন সিরিজের ‘পোচার’, ডিজনি এবং পিক্সারের ‘ইনসাইড আউট টু’ এবং জাপানি তথ্যচিত্র ‘আই গো গা গা ওয়েলকাম হোম মম’, ভারতীয় তথ্যচিত্র ‘বোগাস ফোন অপারেটর’, ‘প্লাস্টিক ফ্যান্টাস্টিক’, ‘ওমেন অফ মাই বিলিয়ন’, ‘ইট ইজ দিজ’ এবং বাস্তু সংরক্ষণের বিষয় ভাবনার উপর নির্মিত তথ্যচিত্র ‘মাই মার্কারি’ প্রদর্শিত হয়। এই চলচ্চিত্র উৎসবে রাজকুমার রাও অভিনীত হিন্দি কাহিনী চিত্র ‘শ্রীকান্ত’ দেখানো হয়।
আগামীকাল এমআইএফএফ ২০২৪ – এর এক বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে স্বর্ণ শঙ্খ ও রৌপ্য শঙ্খ পুরস্কার ঘোষণা করা হবে।
PG/SS/SB
(Release ID: 2027654)
Visitor Counter : 49