তথ্যওসম্প্রচারমন্ত্রক
সীমানা উত্তরণ: ১৮তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দিব্যাঙ্গ শিক্ষার্থীদের জন্য ভারতীয় সাংকেতিক ভাষা এবং শ্রাব্য বর্ণনা সমৃদ্ধ চলচ্চিত্র প্রদর্শিত হ’ল
Posted On:
19 JUN 2024 8:22PM by PIB Kolkata
মুম্বাই, ১৯ জুন, ২০২৪
সংস্কার ধাম বিদ্যালয় এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুল ফর দ্য ব্লাইন্ড মুম্বাইয়ের দিব্যাঙ্গ শিক্ষার্থীদের জন্য ১৮তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ ভারতীয় সাংকেতিক ভাষা এবং শ্রাব্য বর্ণনা সমৃদ্ধ চলচ্চিত্র প্রদর্শিত হ’ল। যে ছবিগুলি দেখানো হ’ল, তার মধ্যে রয়েছে – ‘লিটল কৃষ্ণ’, দ্য ক্রসওভার’ এবং ‘জয় জগন্নাথ’ – এর কিছু পর্ব।
উপস্থিত ছিলেন ইন্ডিয়া সাইনিং হ্যান্ডস্ - এর প্রতিষ্ঠাতা অলোক কেজরিওয়াল, নৃত্যশিল্পী মেথিল দেবিকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্মসচিব পৃথুল কুমার প্রমুখ।
প্রেক্ষাগৃহটিকেও দিব্যাঙ্গ জনের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হয়েছিল।
PG/AC/SB
(Release ID: 2027042)
Visitor Counter : 44