কয়লামন্ত্রক
তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা মজুতের পরিমাণ সর্বোচ্চ স্তরে
Posted On:
19 JUN 2024 3:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৪
বিদ্যুৎ পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহে ধারাবাহিকতা বজায় রাখা কয়লা মন্ত্রকের অগ্রাধিকার। ১৬ জুন, ২০২৪ – এর হিসাবানুযায়ী দেশে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা মজুতের পরিমাণ ৪ কোটি ৫০ লক্ষ টন ছাড়িয়ে গেছে, যা গত বছর ঐ একই সময়ের তুলনায় ৩১.৭১ শতাংশ বেশি।
কয়লা থেকে উৎপাদিত বিদ্যুতের চাহিদা চলতি অর্থবর্ষে আগের বছরের ঐ একই সময়ের তুলনায় ৭৩ শতাংশ বেড়েছে।
কয়লা উৎপাদনেও এই সময়কালে ৯.২৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। কয়লা সরবরাহ নিবির্ঘ্ন রাখতে একযোগে কাজ করে চলেছে বিদ্যুৎ, কয়লা ও রেল মন্ত্রক। উপকূল অঞ্চলে জাহাজের মাধ্যমে কয়লা পরিবহণের ক্ষেত্রেও গতি এসেছে। আগে কয়লা পরিবহণ হ’ত শুধুমাত্র পারাদ্বীপ বন্দর দিয়ে। এখন ধামরা এবং গঙ্গাভরম বন্দর দিয়েও এই কাজ হচ্ছে।
PG/AC/SB
(Release ID: 2027039)
Visitor Counter : 46