জলশক্তি মন্ত্রক

নমামি গঙ্গে মিশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী সি আর পাটিলের

Posted On: 13 JUN 2024 6:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ জুন, ২০২৪ 

 

কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী সি আর পাটিল আজ নতুন দিল্লিতে মন্ত্রকের দায়িত্বভার নেওয়ার পর নমামি গঙ্গে মিশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। সেখানে উপস্থিত ছিলেন জল শক্তি প্রতিমন্ত্রী ডঃ রাজভূষণ চৌধারি। তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান সচিব (জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন) শ্রীমতী দেবশ্রী মুখার্জি, মহানির্দেশক (স্বচ্ছ গঙ্গা জাতীয় মিশন-এনএমসিজি) শ্রী রাজীব কুমার মিতাল সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। 

প্রকল্পের পরিকল্পনা ও নজরদারির জন্য একটি পোর্টালও এদিন চালু করা হয়। শ্রী পাটিল বলেন, এই ব্যবস্থা চালু হওয়ায় গঙ্গা, যমুনা এবং শাখা নদীগুলির জলের গুণগতমান যাচাই করা অনেক সহজ হবে।

 গঙ্গায় জলপ্রবাহ বজায় রাখতে এই ই-ফ্লো নজরদারি ব্যবস্থা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ত্রৈমাসিক-ভিত্তিতে কেন্দ্রীয় জল কমিশনের রিপোর্টের মাধ্যমে এই ব্যবস্থায় গঙ্গার জলের মূল প্রবাহ সহ ১১টি প্রকল্পের উপর নজরদারি করা যাবে। 

শ্রী পাটিল নমামি গঙ্গে মিশন-এর  আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজ সম্পূর্ণ করার উপর বিশেষ গুরুত্ব দেন। নমামি গঙ্গে মিশন-এর সঙ্গে যুক্ত বিভিন্ন স্বচ্ছতা প্রকল্প পর্যালোচনা করেন তিনি। সারা বছর ধরে গঙ্গার সংযোগ-স্থলগুলিতে ন্যূনতম জলপ্রবাহ যাতে বজায় থাকে, সেজন্য ২০১৮ সালের ৯ অক্টোবর এক বিজ্ঞপ্তি জারি করেছিল ভারত সরকার। 

PG/MP/SB



(Release ID: 2025444) Visitor Counter : 22