তথ্যওসম্প্রচারমন্ত্রক

এনএফডিসি ইন্ডিয়া ডক ফিল্ম বাজার ২০২৪-এর প্রথম সংস্করণের প্রথমবার ডক সহ নির্মাণ বাজার প্রকল্পের জন্য নির্বাচিতের তালিকা ঘোষণা করেছে

Posted On: 31 MAY 2024 6:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মে, ২০২৪

 

মুম্বইয়ে ২০২৪ এর ১৬-১৮ জুন যে ডক ফিল্ম বাজারের প্রথম সংস্করণ আয়োজিত হবে তাতে ডক সহ নির্মাণের জন্য আধিকারিক নির্বাচন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। 
নিজেদের প্রথম সংস্করণের জন্য ডক ফিল্ম বাজার নিজেদের ডক সহ নির্মাম বাজারের একটি অংশ হিসেবে ১৫ টি প্রকল্প পেশ করেছে। যা দক্ষিণ এশিয়ার প্রবাসীদের কথা মাথায় তৈরি করা হয়েছে। প্রকল্পের এই পর্বে ভারত, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সুইৎজারল্যান্ড এবং নেপাল সহ বিভিন্ন দেশের নানা সংস্কৃতি ও কাহিনীচিত্রপট তুলে ধরবেন। নির্বাচিত চলচিত্র নির্মাতারা নিজেদের সিনেমায় আন্তর্জাতিক বা ভারতীয় নির্মাতা বিক্রি করে এমন এজেন্ট, বিতরণকারীসহ বিভিন্ন স্তরের জনগণের সামনে নিজেদের প্রকল্প পেশ করবেন। এই প্রকল্পের আওতায় অতিথি ও প্রতিনিধিরা মুখোমুখি আলোচনার সুযোগ পাবেন। 
এমআইএফএফ মহোৎসবের নির্দেশক এবং ডক ফিল্ম বাজারের যুগ্ম সচিব তথা এনএফডিসি-র প্রধান নির্দেশক শ্রী পৃথুল কুমার বলেন, “ডক ফিল্ম বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগের একটি এই ডক সহ নির্মাণ বাজার। ফিল্ম বাজারের প্রথম ডক সহ নির্মাণ বাজারের জন্য ১০ টি দেশের ২৭ ভাষার ৬২ টি সিনেমা জমা পড়েছে। ফিল্ম উদ্যোগের সঙ্গে যুক্ত সদস্যরা গুরুত্বের সঙ্গে এগুলি বিচার বিবেচনার পর ১৫ টিকে নির্বাচিত করেছেন। নির্বাচিত চলচিত্র নির্মাতাদের অভিনন্দন ও শুভ কামনা জানাই। আশা করি সহ নির্মাণের যথাযথ অংশীদার নিজেদের সৃষ্টিশীল ক্ষমতার মাধ্যমে সফলতার সঙ্গে পূর্ণ করবেন।”  

PG/PM /SG



(Release ID: 2025102) Visitor Counter : 11