সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্বের বৃহত্তম শস্যভাণ্ডার পরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরের সমন্বয় কমিটির প্রথম বৈঠক বসল নতুন দিল্লিতে

এই পরিকল্পনার লক্ষ্য প্রাথমিক কৃষিঋণ সমিতিগুলিকে বহু উদ্দেশ্যসাধক সমিতিতে রূপান্তরিত করা

Posted On: 03 JUN 2024 5:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ জুন ২০২৪

 

নতুন দিল্লিতে সোমবার বিশ্বের বৃহত্তম শস্যভাণ্ডার পরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরের সমন্বয় কমিটির প্রথম বৈঠক বসল।

বৈঠকে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রকের সচিব ডঃ আশিস কুমার ভুটানি এবং কৃষি ও কৃষককল্যাণ, খাদ্য ও গণবন্টন, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সচিবরা। এছাড়াও ছিলেন ভারতের খাদ্য নিগম, জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের মতো সংস্থার প্রতিনিধিরা। 

প্রাথমিকভাবে গত বছর থেকে ১১টি রাজ্যে এই কর্মসূচি রূপায়িত হচ্ছে। বৈঠকে তার কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়। এই কর্মসূচির লক্ষ্য, প্রাথমিক কৃষিঋণ সমিতি পর্যায়ে বিভিন্ন ধরনের কৃষি পরিকাঠামো গড়ে তোলা – যেমন গুদাম, যন্ত্রপাতি ভাড়া দেওয়ার কেন্দ্র, প্রক্রিয়াকরণ কেন্দ্র, ন্যায্যমূল্যের দোকান ইত্যাদি। এক্ষেত্রে কাজ চলছে কৃষি পরিকাঠামো তহবিল, কৃষি বিপণন পরিকাঠামো প্রণালী, অতিক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ প্রকল্প প্রভৃতির মধ্যে সমন্বয়ের ভিত্তিতে। 

বৈঠকে সমবায় সচিব ডঃ ভুটানি বলেন, স্থানীয় পর্যায়ে গুদাম তৈরি করে সারা দেশেই এই কর্মসূচির রূপায়ণ সরকারের অগ্রাধিকার। 

সামগ্রিকভাবে এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে জাতীয় সমবায় বিকাশ নিগম। সহায়তায় রয়েছে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক, ভারতের খাদ্য নিগম, কেন্দ্রীয় মজুতভাণ্ডার নিগম-এর মতো সংস্থা। এক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এগোনো হচ্ছে। আরও ৫০০টি প্রাথমিক কৃষিঋণ সমিতিকে প্রকল্পের আওতায় আনা হচ্ছে শীঘ্রই। 


PG/AC/DM


(Release ID: 2022768) Visitor Counter : 60